এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির হয়ে ময়দানে নামতেই শুভেন্দু গড়ে সভা শাসকদলের! জোর শোরগোল!

বিজেপির হয়ে ময়দানে নামতেই শুভেন্দু গড়ে সভা শাসকদলের! জোর শোরগোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন শুভেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গে দূরত্ব পালন করলেও তার সঙ্গে দলের সম্পর্ক ছিন্ন করেননি। যার ফলে সেভাবে দলের নেতারা সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ময়দানে নামতে পারছিল না। কিন্তু সম্প্রতি সেই শুভেন্দু অধিকারী পাকাপাকিভাবে বিজেপিতে নাম লেখানোর পর এবার লড়াই বেধে গেল যুযুধান দু’পক্ষের। ইতিমধ্যেই বিজেপিতে যোগদানের পর “তোলাবাজ ভাইপো হটাও” স্লোগান তুলেছেন শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার দিলীপ ঘোষের সঙ্গে কেতুগ্রামের সভা করেছেন তিনি। অর্থাৎ গেরুয়া শিবিরে নাম লেখানোর পর তিনি যে তৃণমূলের বিরুদ্ধে একেবারে উঠেপড়ে লেগেছেন প্রচার পর্বে, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার শুভেন্দু অধিকারী যখন বিজেপির হয়ে প্রচারে নামছেন, তখন তাকে মোকাবিলা করতে পাল্টা ময়দানে নামতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, আজ বুধবার কাঁথিতে সভা করার কথা রয়েছে শাসকদলের। যেখানে উপস্থিত থাকবেন তৃণমূল সাংসদ সৌগত রায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং রামনগরের বিধায়ক অখিল গিরির মত নেতারা। মূলত এই কাঁথি শুভেন্দু অধিকারীর খাসতালুক। স্বাভাবিক ভাবেই সেখানে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে মোকাবিলা করতেই যে তৃণমূলের হেভিওয়েট নেতারা সভা করতে চলেছেন, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আর এই সভাকে কেন্দ্র করে এবার জমজমাট হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। বস্তুত, বিজেপিতে যোগ দেওয়ার দিনই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। “তোলাবাজ ভাইপো হটাও” বলে নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে তাকে। শুধু তাই নয়, নতুন দলে যোগ দেওয়ার পর দল তাকে যেভাবে কাজ করতে বলবে তিনি সেই কাজ করবেন বলেও জানিয়ে দিয়েছিলেন শুভেন্দুবাবু।

আর তারপরই মঙ্গলবার দিলীপ ঘোষের সঙ্গে কেতুগ্রামে গিয়ে নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আরও বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় সেই শুভেন্দু অধিকারীকে। স্বাভাবিক ভাবেই এককালে তাদের দলের নেতা থাকা শুভেন্দুবাবু যখন একের পর এক তৃণমুল সম্পর্কে মন্তব্য করছেন, তখন ঘরে বসে থাকা যে ঠিক হবে না, তা অনুভব করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর তাই পরিস্থিতি বিবেচনা করে এবার সরাসরি শুভেন্দু অধিকারীর শক্ত ঘাটিতে সভা করতে চলেছেন তৃণমূলের হেভিওয়েট নেতারা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, প্রথমে একটি পদযাত্রা করা হবে। তারপরেই অনুষ্ঠিত হবে সভা। আর এই সভা থেকে ফিরহাদ হাকিম থেকে শুরু করে সৌগত রায়রা শুভেন্দু অধিকারীকেই উদ্দেশ্য করে বেশ কিছু বক্তব্য রাখবেন বলে মনে করা হচ্ছে। যা আগামী দিনে রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল নেতৃত্বের খণ্ডযুদ্ধকে আরও তীব্র থেকে তীব্রতর করে তুলবে বলেই দাবি বিশেষজ্ঞদের। অনেকে বলতে শুরু করেছেন, বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই এইরকম প্রবণতা দেখা দিতে শুরু করবে।

শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট শীর্ষ নেতা ছিলেন। ফলে তিনি তৃণমূলের ঘরের খবর জানেন। তাই তাকে দিয়ে এখন বিজেপি শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিতে চাইছে। তবে শুভেন্দু অধিকারীকে কাবু করতে এবার তৃণমূলের পক্ষ থেকে হেভিওয়েট নেতারা তার গড়েই সভা করে পাল্টা চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!