এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তৃণমূল নেতাদের অক্সিজেনের অভাব পড়েছে, বিজেপির দায় নয়” বিস্ফোরক দিলীপ ঘোষ!

“তৃণমূল নেতাদের অক্সিজেনের অভাব পড়েছে, বিজেপির দায় নয়” বিস্ফোরক দিলীপ ঘোষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়েছে, তখন অক্সিজেনের আকাল দেখা দিয়েছে গোটা দেশজুড়ে। বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে যাতে অক্সিজেনের অভাব দ্রুত মেটানো যায়, তার জন্য কেন্দ্রের কাছে আবেদন করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে ভোট চলা বাংলায় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের প্রতি বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে।

এক্ষেত্রে রাজ্যের অক্সিজেন উত্তরপ্রদেশকে সরবরাহ করা হচ্ছে বলেও কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার সেই অভিযোগকে কার্যত খন্ডন করে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে তৃণমূল নেতাদের অক্সিজেনের অভাব পড়েছে বলে কটাক্ষ করতে দেখা গেল তাকে।

সূত্রের খবর, রবিবার সুভাষ সরোবরে প্রাতঃভ্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তারপরই করোনা ভাইরাস নিয়ে রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। যেখানে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অক্সিজেনের অভাব নিয়ে অভিযোগ করা হচ্ছে, সেখানে সেই কটাক্ষের জবাব দিতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতিকে।

তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, “তৃণমূল নেতাদের অক্সিজেনের অভাব পড়েছে। তার দায় বিজেপির নয়।” স্বাভাবিক ভাবেই দিলীপ ঘোষের এই বক্তব্যকে কেন্দ্র করে এখন ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। একাংশ বলতে শুরু করেছেন, দিলীপ ঘোষ এই মন্তব্য করে তৃণমূলের অভিযোগকে কার্যত খন্ডন করে দিতে চাইলেন। এক্ষেত্রে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যখন বারবার অক্সিজেনের অভাব নিয়ে কেন্দ্রকে দায়ী করা হচ্ছে, তখন এই মন্তব্যের মধ্যে দিয়ে তা সম্পূর্ণরূপে খারিজ করে দিলেন তিনি।

পাশাপাশি কটাক্ষ করে তৃণমূলকে শ্লেষাত্মক শব্দ দিয়ে তৃণমূল নেতাদের অক্সিজেনের অভাব পড়েছে। তার দায় কোনোভাবেই বিজেপির নয় বলে দাবি করছে তারা। স্বাভাবিক ভাবেই দিলীপ ঘোষের এই মন্তব্য নির্বাচনের মরসুমে যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে বিজেপির রাজ্য সভাপতি এই বক্তব্যকে কেন্দ্র করে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!