এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দুর্নীতিতে নাম জড়াতেই উত্তরবঙ্গের হেভিওয়েট নেতাকে ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু, জোর চাঞ্চল্য রাজ্যে!

দুর্নীতিতে নাম জড়াতেই উত্তরবঙ্গের হেভিওয়েট নেতাকে ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু, জোর চাঞ্চল্য রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে তৃণমূলের শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে‌। কোথাও কোনো নেতা দুর্নীতির সঙ্গে জড়িত বলে খবর এলেই তৃণমূলের পক্ষ থেকে ভাবমূর্তি স্বচ্ছ করতে সেই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হয় তাদের সরিয়ে দেওয়া হচ্ছে পদ থেকে, তা না হলে তাদের শোকজ করে জবাব চাওয়া হচ্ছে, কেন তারা এরকম কাজ করেছেন!

সম্প্রতি বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে দেখা যাচ্ছে, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর তথা হেভিওয়েট তৃণমূল নেতা শুভাশিস পাল সরকারি শৌচাগার নির্মাণের কাটমানি নিয়ে আলোচনা করছেন। তাকে বলতে শোনা যাচ্ছে যে, 500 টাকার এক পয়সা কমে কাজ হবে না। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমত চাপে পড়ে যায় তৃণমূল কংগ্রেস এবং তাদের দলের হেভিওয়েট নেতা শুভাশিস পাল। পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক জেনে তড়িঘড়ি ফেসবুক লাইভ করে এর ব্যাখ্যা দেন শুভাশিসবাবু।

শুধু তাই নয়, সম্প্রতি আরেকটি ফেসবুক লাইভের মাধ্যমে যেহেতু এই ধরনের ঘটনায় তার নাম জড়ানো হয়েছে, তাই তিনি জেলা পরিষদের মেন্টর পদ থেকে ইস্তফা দিতে চান বলে ইচ্ছা প্রকাশ করেন এই তৃণমূল নেতা। তবে প্রথম থেকেই রাজনৈতিক মহলের নজর ছিল, আদ্যপ্রান্ত দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া তৃণমূল কংগ্রেস এখন তাদের দলের এই নেতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে?

সেই নেতা পদ থেকে সরে যাওয়ার কথা বললেও, তৃণমূল জেলা নেতৃত্ব এই ব্যাপারে কি মনোভাব পোষণ করেন, তার দিকে নজর ছিল গোটা রাজনৈতিক মহলের। অবশেষে এই ব্যাপারে কড়া বার্তা দিতে দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্বকে। এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভানেত্রী অর্পিতা ঘোষ বলেন, “সোশ্যাল মিডিয়াতে আমাদের দলের কর্মী শুভাশিস পালের একটি বিতর্কিত ভিডিও ভাইরাল হয়েছে। দল এসব কাজকে মান্যতা দেয় না। যেহেতু সোনার নামে অভিযোগ উঠেছে, তাই জেলা নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী সোনা জেলা পরিষদের মেন্টর পদ থেকে ইস্তফা দিয়েছে। আমরা দলীয়ভাবে বিষয়টির তদন্ত করবে। সোনাকেও দলের কাছে জবাবদিহি করতে হবে এই ভিডিও নিয়ে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই ব্যাপারে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি গৌতম দাস বলেন, “বৃহস্পতিবার বুনিয়াদপুর আমাদের দলীয় বৈঠক হয়েছে। সেখানে সাংগঠনিক আলোচনা হয়েছে। দলের নির্দেশে বর্তমানে জেলা পরিষদের মেন্টর পদ ফাঁকা রয়েছে। আমরা দ্রুত স্বচ্ছ এবং নতুন মুখকে সেই পদে নিয়ে আসব।”

কিন্তু জেলা পরিষদের মেন্টর হিসেবে শুভাশিস পাল ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও, তিনি কি এখনও পর্যন্ত ইস্তফা পত্র জমা দিয়েছেন? এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা শাসক নিখিল নির্মল বলেন, “সারাদিন আমি জেলার আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মিটিং করেছি। তবে জেলা পরিষদের মেন্টরের ইস্তফা পত্র পাইনি। তিনি ইস্তফা দিয়েছেন কিনা, সেই বিষয়ে আমার কিছু জানা নেই।”

তবে দেখার মত বিষয়, শুভাশিসবাবুর দুর্নীতির সঙ্গে নাম জড়াতেই এবার তৃণমূল নেতৃত্ব তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করল। অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস চাইছে না, এমন কিছু কাজ হোক, যাতে তাদের ভাবমূর্তি নষ্ট হয়। যার ফলস্বরূপ এবার জেলা পরিষদের মেন্টর পদে শুভাশিস পাল ইস্তফা দেওয়ার কথা বলতে না বলতেই তাকে জবাবদিহি করার নির্দেশ দিল জেলা তৃণমূল নেতৃত্ব। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!