এখন পড়ছেন
হোম > অন্যান্য > লকডাউনে কলেজ শিক্ষকদের জন্য বড়সড় সুখবর ঘোষণা মমতার, জেনে নিন বিস্তারিত !

লকডাউনে কলেজ শিক্ষকদের জন্য বড়সড় সুখবর ঘোষণা মমতার, জেনে নিন বিস্তারিত !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই রাজ্যের কলেজগুলোর অতিথি শিক্ষকদের নিয়ে টানাপোড়েন চলছিল অবশেষে সেই সমস্যার সমাধান করল রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। জানা গেছে, রাজ্যের সমস্ত কলেজ মিলিয়ে প্রায় 700 অতিথি শিক্ষককে অন্যত্র বদলির কথা জানানো হয়েছিল।

কিন্তু বেশ কিছু কলেজ এবং সেই শিক্ষকদের দাবি মেনে অবশেষে এই সিদ্ধান্ত খারিজ করল সরকার। সূত্রের খবর, শুক্রবার একটি নির্দেশিকায় প্রত্যেক অতিথি শিক্ষকের নিজের কলেজে নিয়োগের ব্যাপারে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর সরকারের পক্ষ থেকে এই নির্দেশিকা পাওয়ার সাথে সাথেই রাজ্যের প্রায় 12 হাজার অস্থায়ী কলেজ শিক্ষকের কর্মসংস্থান একেবারে নিশ্চিত হয়ে গেল বলেই মত বিশেষজ্ঞদের।

প্রসঙ্গত উল্লেখ্য এতদিন রাজ্যের প্রায় আট হাজার 500 জন অতিথি শিক্ষক প্রত্যেক গ্রাস করে টাকা পেতেন এক্ষেত্রে প্রতিটি কলেজ তাদের নিজস্ব তহবিল থেকেই এই শিক্ষকদের টাকা দিত। জানা যায়, প্রায় 19 হাজার টাকা করে পেতেন 2 হাজার 916 জন পার্টটাইমার। অন্যদিকে চুক্তিভিত্তিক শিক্ষকরা পেতেন 25 হাজার টাকা।

তবে এবার এই সমস্ত শিক্ষকদের সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যেখানে অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে এই সমস্ত শিক্ষকদের স্যাক্ট এ এবং স্যাক্ট টু ক্যাটাগরিতে ভাগ করা হবে। কিন্তু দুই ক্যাটাগরিতে ভাগ করলে কোন শিক্ষক কেমন বেতন পাবেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্যাক্টদের বেতন ন্যূনতম কুড়ি হাজার টাকা। তবে ইউজিসির যোগ্যতা না থাকা 10 বছরের কম অভিজ্ঞতা থাকা শিক্ষকরাই সেই ভাতা পাবেন। কিন্তু যোগ্যতা থাকলে সেটা বেড়ে 25 হাজার টাকা হবে। অন্যদিকে 10 বছরের পুরনো এবং ইউজিসির যোগ্যতা নিয়ে যাওয়া শিক্ষকরা পাবেন 35000 টাকা। একইভাবে 10 বছর পুরনো হলেও, ইউজিসির যোগ্যতা না থাকলে সেই সমস্ত শিক্ষকরা পাবেন 31 হাজার টাকা।

স্বাভাবিকভাবেই এতদিন রাজ্যের কলেজগুলোর অতিথি শিক্ষকদের বেতনের ব্যাপারে নানা সমস্যা হলেও, এবার সরকারের পক্ষ থেকে এই নির্দেশ আসায় সেই সমস্যা অনেকটাই কেটে গেল বলে মনে করছেন সকলে। এক্ষেত্রে চলতি বছরের 1 জানুয়ারি থেকে বর্ধিত হারে বেতন পাওয়ার ক্ষেত্রে আর কোনো জটিলতাই রইল না এই অতিথি শিক্ষকদের।

সবমিলিয়ে লকডাউনের মুহূর্তে সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশ কলেজের অতিথি শিক্ষকদের মনে খুশির হাওয়া বয়ে আনল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!