এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বনগাঁয় গলার কাঁটা হয়ে রইলেন রাজীব, জলের তোড়ে কি ভাঙতে চলেছে মমতার ঘর? মানুষের কাছে পৌঁছালেন মমতা?

বনগাঁয় গলার কাঁটা হয়ে রইলেন রাজীব, জলের তোড়ে কি ভাঙতে চলেছে মমতার ঘর? মানুষের কাছে পৌঁছালেন মমতা?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে নির্বাচনী প্রচার চালানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বেশি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন তাঁরই দলের বেশ কিছু নেতা। শুভেন্দু অধিকারীকে নিয়ে এখনও তৃণমূলের জট ছাড়েনি। তার মধ্যে এবার নতুন করে বিরোধিতার সুর শোনা যাচ্ছে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের গলায়। পাশাপাশি শুভেন্দু অধিকারীর অনুগামীদের মতোই রাজীব বন্দ্যোপাধ্যায়েরও বেশকিছু অনুগামীদের রাজনৈতিক ময়দানে দেখা যাচ্ছে পোস্টার নিয়ে। সব মিলিয়ে তৃণমূলের ভাঙনের ছবি কিন্তু স্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তৃণমূল নেত্রী কিন্তু কোনোভাবেই পিছিয়ে থাকার নন।

তিনি এবার মেদিনীপুরের সভার পর পৌঁছে গেলেন বনগাঁর গোপালনগরে সভা করতে। আর এই সভার আগেই তৃণমূল নেত্রীর কপালে চিন্তার ভাঁজ। কারণ উত্তর 24 পরগনায় ঠাকুরনগরের বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর সভার আগের দিন দেখা গেল রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু পোস্টার পড়েছে। খুব স্বাভাবিকভাবেই তৃণমূল শিবির এই নিয়ে তীব্র অস্বস্তিতে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা উপলক্ষে বনগাঁ চাকদা সড়কের গোপালনগর বাজারের দুপাশ দিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটাউট দিয়ে সাজানো হয়, ঠিক সেভাবেই ঠাকুরনগরের বিভিন্ন স্থানে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার চোখে পড়ে।

যেমন- ঠাকুরনগর স্টেশন সংলগ্ন রেল পার্কিং, ঠাকুরনগর বাজার, সবেদা তলা, চিকনপাড়া এলাকায় একাধিক পোস্টার দেখা যায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের। এর মধ্যে ঠাকুরনগর রেল পার্কিং এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায়তের নামে দুটি ব্যানার চোখে পড়ে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছেন, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রসঙ্গত, পোস্টার লাগানোর রীতি প্রথম শুরু করেছেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা। তাই প্রশ্ন উঠেছে, তাহলে কি শুভেন্দুর মতন এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরাও যে ময়দানে নামছেন, তারই বহিঃপ্রকাশ কি রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জায়গায় পোস্টার পড়া?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে শুভেন্দু অধিকারীর মতনই রাজীব বন্দ্যোপাধ্যায়ও এই মুহূর্তে কোনো কথা বলছেন না। তবে বেশ কিছুদিন যাবৎ রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্য নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। এমনকি সংবাদমাধ্যমেও যেভাবে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন রাজীব, তা নিয়েও কথা শুরু হয়ে যায়। তবে বর্তমানে তিনি মুখে কুলুপ এঁটেছেন। অন্যদিকে গত মাসের 27 তারিখ হরিপদ ইন্সটিউটের মাঠে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সভা করেন। সেই সভার 12 দিনের মধ্যেই এবার ঠাকুরনগরে পা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে এই বনগাঁ এলাকার 7 টি বিধানসভার মধ্যে কিন্তু 6 টি তেই গেরুয়া শিবির এগিয়েছিল।

আর তাই বনগাঁ বিধানসভা তৃণমূল শিবিরের কাছে বড়োসড়ো চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মতুয়াদের কাছে টানাও তৃণমূল নেত্রীর বড়োসড়ো উদ্দেশ্য ছিল। কিন্তু সবার আগে যেভাবে হাওড়ার নেতা তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার দেখা গেল, তাতে কিন্তু চিন্তা বাড়ছে তৃণমূল নেত্রীর। অন্যদিকে রাজনৈতিক মহল থেকেও তৃণমূলের ভাঙন নিয়ে যথেষ্ট আলোচনা চলছে। পাশাপাশি একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ফাটল বাড়িয়ে গেরুয়া শিবির নিজেদের দল ভারী করার প্রচেষ্টায়।

ইতিমধ্যে সেসব নিয়ে হিসেব-নিকেশ করছে রাজ্য বিজেপি। বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পৌঁছাতে চাইলেও জনগণের কাছে কিন্তু অভিন্ন তৃণমূল বেশি প্রাধান্য পায়। তৃণমূলের নেতারা যেভাবে বর্তমানে দলের বিরুদ্ধে মুখ খুলছেন কিংবা দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তা মোটেই ভাল কোন প্রভাব ফেলছে না মানুষের মনে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। আপাতত দেখার তৃণমূল নেত্রী নিজের দলকে সংঘবদ্ধ করতে কি ব্যবস্থা গ্রহণ করেন!

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!