এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিকে ‘শকুনের দল’ বলে কটাক্ষ হেভিওয়েট তৃণমূল নেতার, সরগরম রাজ্য রাজনীতি

বিজেপিকে ‘শকুনের দল’ বলে কটাক্ষ হেভিওয়েট তৃণমূল নেতার, সরগরম রাজ্য রাজনীতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল মালদহ জেলার বৈষ্ণবনগরে এক জনসভা করেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই সভাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৈষ্ণবনগরের বিজেপি প্রার্থী স্বাধীন কুমার সরকারের সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছিল। তৃণমূলের অভিযোগ, এই সভাতে ব্যাপক জনসমাগম হয়েছিল। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল। এবার এ বিষয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোন জনসভায় ৫০০ জনের অধিক মানুষকে রাখা যাবেনা। কিন্তু অভিযোগ উঠেছে, মিঠুন চক্রবর্তীর এই সভায় হাজারেরও বেশি লোক সমবেত হয়েছিলেন। এরপর এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় রাজ্যের শাসক দল তৃণমূল। এবার এই ইস্যুতে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। বিজেপিকে শকুনের দল বলে কটাক্ষ করলেন তিনি।

এ বিষয়ে এক টুইট করে ডেরেক ও’ব্রায়েন জানালেন যে, শকুনের দল এখন বাংলায় ঘুরছে। নির্লজ্জ বিজেপি কি করছে? তা সকলে দেখুন। তিনি অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন বিজেপির আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে। মানুষ মারা যাচ্ছে, কিন্তু বিজেপি নির্লজ্জভাবে রাজনীতি করে চলেছে। আবার, গতকাল এন্টালিতে বাবুল সুপ্রিয়র সভাতেও বিধি ভঙ্গের অভিযোগ করেছে তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!