এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরায় মন্দির গড়া নিয়ে নতুন যুদ্ধ শুরু বাম-রামে, বাড়ছে জল্পনা

ত্রিপুরায় মন্দির গড়া নিয়ে নতুন যুদ্ধ শুরু বাম-রামে, বাড়ছে জল্পনা

অযোধ্যায় রাম মন্দির হবে কি হবে না তা নিয়ে যখন বিজেপির সাথে দেশের বিরোধী দলগুলোর তরজা অব্যাহত, ঠিক তখনই ত্রিপুরা রাজ্যে সেই রাম মন্দির স্থাপন করতে উদ্যোগী হল গেরুয়া শিবির। আর যা নিয়ে শুরু হয়ে গিয়েছে তুমুল বিতর্ক। সূত্রের খবর দক্ষিণ ত্রিপুরা জেলার আদিবাসী গ্রাম মাতাইয়া গত 5 অক্টোবর একটি রাম মন্দিরের শিলান্যাস করা হয়। আর এই খানেই সিপিএমের অভিযোগ যে, ওই এলাকাতে 2017 সালে তাদের তৈরি শহীদ মোহিনী ত্রিপুরার স্মৃতিতে বানানো ফলক উপড়ে ফেলা হয়। আর এই অভিযোগে গত 15 ই অক্টোবর ত্রিপুরা সিপিএমের পক্ষ থেকে সেখানকার শাসক দল বিজেপি এবং সনাতন সেনার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

এদিন এ প্রসঙ্গে দক্ষিণ ত্রিপুরা সিপিএমের জেলা কমিটি সেক্রেটারি তাপস দত্ত বলেন,‌”রাজ্যে বাম আন্দোলনের ইতিহাসকে মুছে ফেলতেই বিজেপি এমনটা করেছে।” অন্যদিকে সিপিএমের করায় সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়েছে বিজেপি। এদিন এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক বলেন; “সিপিএম এখানে স্থানীয় এক ব্যক্তির জমি জোর করে দখল করে রেখেছিল। তাদের আমলে কেউ মুখ খুলতে পারতেন না।” এদিন রাম মন্দির শিলান্যাসের সময় ওই জমির মালিকও উপস্থিত ছিল বলে জানান এই বিজেপি নেতা। সব মিলিয়ে এবার অযোধ্যার পর ত্রিপুরার রাম মন্দির করা নিয়ে বামে- রামে বাধল তীব্র কোন্দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!