এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলাকে বদনাম, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মমতার ! জেনে নিন!

বাংলাকে বদনাম, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মমতার ! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সদ্য উদ্বোধন হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসের। তবে পরপর দুদিন বাংলায় সেই বন্দে ভারত এক্সপ্রেসের গায়ে ঢিল ছোড়া হয়। যে ঘটনাকে কেন্দ্র করে চলে রাজনৈতিক তরজা। আর এই পরিস্থিতিতে সম্প্রতি সিসিটিভি ফুটেছে প্রকাশিত হয় যে, বাংলা থেকে ঢিল ছোড়া হয়নি। ঢিল ছড়া হয়েছে বিহার থেকে। যার ফলে এবার ভুয়ো খবর ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই এই বিষয়টি তুলে ধরেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা থেকে বন্দে ভারত এক্সপ্রেসে পাথড় ছোড়া হয়নি। তা সত্ত্বেও বাংলার বদনাম করা হয়েছে। ভুয়ো খবর ছড়ানো হয়েছিল। তাই আইন আইনের পথে চলবে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে ভুয়ো খবর ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন, তা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!