এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ত্রিপুরায় অভিষেকের ওপর হামলার পেছনে আসলে কার হাত? বিস্ফোরক উক্তি মমতা ব্যানার্জ্জীর

ত্রিপুরায় অভিষেকের ওপর হামলার পেছনে আসলে কার হাত? বিস্ফোরক উক্তি মমতা ব্যানার্জ্জীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সময়ের সাথে সাথে ত্রিপুরা নিয়ে রাজনৈতিক তরজা বেড়েই চলেছে। বিগত বেশ কিছুদিন যাবৎ ত্রিপুরা রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে। বিধানসভা নির্বাচনের পর ত্রিপুরায় সংগঠন বাড়াতে চাইছে তৃণমূল। আর সেখানেই তাঁদের একের পর এক বাধার সম্মুখীন হতে হচ্ছে। কার্যত গত সোমবার ত্রিপুরায় সাংগঠনিক কারণে যান সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ত্রিপুরার মাটিতে পা রাখার পর তাঁর ওপর হামলা চলে। যদিও সেই মামলায় তিনি আঘাতপ্রাপ্ত হননি। কিন্তু তাঁর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। আর এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট আশঙ্কা প্রকাশ করেছেন।

গত শনিবার ত্রিপুরার আমবাসায় আক্রান্ত হন এ রাজ্যের যুব তৃণমূল নেতা সুদীপ রাহা, নেত্রী জয়া দত্ত। এছাড়াও অল্পের উপর দিয়ে বেঁচে যান দেবাংশু চক্রবর্তী। গতকাল যুব তৃণমূল নেতা নেত্রীদের পাশে দাঁড়াতে ত্রিপুরা ছুটে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপর আহত যুবনেতা নেত্রীদের নিয়ে তিনি ফিরে আসেন কলকাতায়। কলকাতা এসে আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তাঁদেরকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আর সেখানেই তিনি অভিযোগ তোলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের জন্য দায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আমিত শাহের নির্দেশেই অভিষেকের পেছনে লোক লাগানো হয়েছে বলে বড়সড় অভিযোগ করেন তৃণমূল নেত্রী। এমনকি অভিষেক যে প্লেনে উঠছে তাঁর পাশের আসনে দুষ্কৃতীরা থাকছে বলেও জানান তিনি। এবং এই পুরোটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অঙ্গুলিহেলনে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করেছেন। কার্যত গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে, আর তা নিয়ে তৃণমূল নেত্রী অভিযোগ করেন, অভিষেকের গাড়িতে যে হামলা হয়েছিল, তাতে অভিষেকের বড়োসড়ো চোট লাগতে পারত। পাশাপাশি গতকাল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গিয়েছিলেন খোয়াই থানায়, তখন বাইরে রীতিমতো গণজমায়েত থেকে অভিষেকের বিরুদ্ধে স্লোগান ওঠে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই নিয়েই খোয়াই থানার ওসির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমত গর্জে উঠতে দেখা গিয়েছিল। আর এই সব কিছু নিয়েই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে মনে করা হচ্ছে। কার্যত পেগাসাস থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়ি পাতা সব ব্যাপারেই কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করেছেন তৃণমূল নেত্রী। আর এর পেছনে অন্যতম কারণ সর্বভারতীয় স্তরে তৃণমূলের প্রাসঙ্গিকতা পাওয়া বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে ত্রিপুরার বিজেপি মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য্য জানিয়েছেন, তৃণমূলের পুরোটাই বানানো গল্প। বরং তিনি পাল্টা তৃণমূল যুব নেত্রী জয়া দত্তকে দিকে অভিযোগের আঙুল তুলেছেন। সবমিলিয়ে ত্রিপুরার পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট উত্তেজক। পাশাপাশি তৃণমূল নেত্রী অভিষেককে যেভাবে ত্রিপুরায় হামলার মুখে পড়তে হয়েছে, তার দায়ভার বিজেপির ওপর চাপিয়ে কার্যত বিজেপিকে কোণঠাসা করার পরিকল্পনা করছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!