এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের হেভিওয়েট নেতার বাড়িতে বন্দুকবাজ! জোর চাঞ্চল্য রাজ্যে!

তৃণমূলের হেভিওয়েট নেতার বাড়িতে বন্দুকবাজ! জোর চাঞ্চল্য রাজ্যে!


রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার নানা সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এবার হেভিওয়েট তৃণমূল নেতার বাড়িতে এক বন্দুকবাজ ঢুকে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে কুলটির মিঠানি গ্রামে ব্লক তৃণমূল সভাপতি চিন্তাহরণ চট্টোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়ে এক বন্দুকবাজ। জানা যায়, হঠাৎই তৃণমূল নেতার বাড়িতে ঢুকে সেই দুষ্কৃতী তার মোটরসাইকেল রেখে তার ভাইয়ের উপর চড়াও হয়।

পরবর্তীতে সেই দুষ্কৃতী ব্লক তৃণমূল সভাপতির ভাইয়ের ওপর বন্দুক ধরতে গেলে পরিবারের লোকজন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর এরপরই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত। তবে যাওয়ার সময় সে তার বাইক এবং বন্দুক দুটোই ফেলে রেখে চলে যায়। আর হঠাৎ তৃণমূল নেতার বাড়িতে এভাবে এক দুষ্কৃতীর প্রবেশ এবং তার ভাইয়ের উপর আক্রমণ, এখন রীতিমত চিন্তা বাড়িয়ে দিচ্ছে এলাকায়। তাহলে কি কোনো রাজনৈতিক প্রতিহিংসার জন্যই এই ঘটনা ঘটল!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি চিন্তাহরণ চট্টোপাধ্যায় বলেন, “ওই যুবকের নাম হিরন বাউরি। আমার ভাইয়ের একটি অ্যাম্বুলেন্স আছে। সেটি ইসিএলে লিজে চলে। সেই অ্যাম্বুলেন্সটি চালাত এই হিরন। ইসিএলের পক্ষ থেকে চালকের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়ার পর তাকে ছাড়িয়ে যাওয়া হয়। তারপর থেকে সে আমার ভাইকে হুমকি দিত। আজ এই আক্রোশের জেরেই সে আমার ভাইয়ের উপর হামলা চালাতে এসেছে।”

অন্যদিকে যে অভিযুক্ত যুবক এই হামলা চালাতে এসেছিল, তার দাদা বিজেপির সঙ্গে জড়িত। ফলে এই ঘটনায় রাজনৈতিক যোগও থাকতে পারে বলে অভিযোগ করেছেন সেই তৃণমূল নেতা। সব মিলিয়ে এবার দিনে দুপুরে তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতী প্রবেশ রীতিমতো চাঞ্চল্য তৈরি করল গোটা রাজ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!