এখন পড়ছেন
হোম > রাজ্য > এটা কী করলে অভিষেক! তৃণমূলের ‘যুবরাজের’ অস্বস্তি চূড়ান্ত বাড়িয়ে দিলেন বাবুল সুপ্রিয়!

এটা কী করলে অভিষেক! তৃণমূলের ‘যুবরাজের’ অস্বস্তি চূড়ান্ত বাড়িয়ে দিলেন বাবুল সুপ্রিয়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী কথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় এদিন প্রতিপক্ষের যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে কিছু সৎ পরামর্শ দিলেন। এরপরেই তৃণমূলের যুব নেতাকে নিয়ে নানা মহলে শুরু হয়েছে নানা বিতর্ক। গত রবিবার বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর কারণে গোটা দেশ শোকস্তব্ধ হয়ে পড়েছিল। এরইমধ্যে বিভিন্ন মহল থেকে ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোক জ্ঞাপন করেন অনেকেই। বাদ পড়েনি দেশের রাজনৈতিক মহল।

জানা গেছে বাংলা যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নিজের ফেসবুক পেজে সুশান্ত সিং রাজপুতের উদ্দেশ্যে একটি ছবি পোস্ট করে শোকজ্ঞাপন করেন। তাঁর পোস্ট করা এই ছবিটি নিয়েই প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। জানা গেছে ছবিটিতে দেখা যাচ্ছে সুশান্ত সিং রাজপুতের একটি সুন্দর ছবি।তা নিচে ডান দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি আবক্ষ ছবি লাগানো এবং উপরে বাঁদিকে তৃণমূলের প্রতীক চিহ্ন।

এদিন বাবুল সুপ্রিয় যে মন্তব্যটি করেছেন তা হলো, শোক জ্ঞাপন এর জন্য দলের প্রতীক চিহ্ন ব্যবহার করাটা অনুচিত। জানা গেছে তিনি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিপক্ষ হলেও শোক জ্ঞাপন বিষয়টি কোন রাজনৈতিক ব্যাপার নয়। তাই তিনি কোনো রকম কটুক্তি না করে তাঁকে সৎ পরামর্শ দিতে চেয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতামত অনুযায়ী রাজনীতিবিদদের মধ্যে ক্ষেত্রবিশেষে একটি সাধারণ চরিত্র দেখতে পাওয়া যায়, তাঁরা অনেকেই ‘এ আমির আবরণ’ থেকে বেরিয়ে আসতে পারেন না। বাবুল সুপ্রিয়র মন্তব্যের প্রসঙ্গ টেনে এনে পর্যবেক্ষকদের প্রশ্ন করা হলে তাদের তরফে জানানো হয়েছে শোক জ্ঞাপনের ক্ষেত্রে নিজের ছবি দেওয়াটা অনর্থক। সেক্ষেত্রে যার উদ্দেশ্যে শোক জ্ঞাপন করা হচ্ছে তাঁর সাথে থাকা কোনো স্মরণীয় ছবি মানুষ প্রকাশ্যে আনতেই পারেন। কিন্তু সে ক্ষেত্রে দলীয় প্রতীক ব্যবহার করা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছেন তাঁরা।

বাবুল সুপ্রিয়র মন্তব্যের পর সেই সূত্র টেনে তাঁকে প্রশ্ন করা হয় একই ঘটনা বিজেপির অনেক নেতাকর্মীই এদিন করেছেন। সে ক্ষেত্রে বাবুল সুপ্রিয় কি রকম প্রতিক্রিয়া জানাতে চান সে বিষয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্নের পাল্টা উত্তর বাবুল সুপ্রিয় জানিয়েছেন বিজেপির দলীয় কর্মীরা যদি এ কাজ করে থাকে তবে তারাও ভুল করেছেন।

সূত্রের খবর এদিন পুরনো প্রসঙ্গ টেনে এনে বাবুল সুপ্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে জানিয়েছেন,’একবার তুমি আমাকে লোকসভার ‘Question Hour-এ’ আমার মন্ত্রক নিয়ে প্রশ্ন করেছিলে। কিন্তু যে কোনো কারণেই হোক তুমি সেটা ভুলে গিয়েছিলে। মাননীয় স্পিকার তোমাকে সেটা মনে করিয়ে দেওয়ার পর, যতক্ষণ সৌগতদা(রায়) তোমাকে ওটা বোঝাচ্ছিলেন – আমি চুপ করে দাঁড়িয়ে ছিলাম’। এরিন বাবুল সুপ্রিয় আরোও বলেন,’ইচ্ছে করলে আমি দুএকটা ‘কথা’ মজা করে বলে তোমাকে চূড়ান্ত লজ্জিত করতে পারতাম – কিন্তু একটা কথাও বলিনি। আর, যত সাংসদ আমাকে তোমার দেওয়া ‘রাজনৈতিক ফুলটস-টাতে ছক্কা না মেরে কেন ছেড়ে দিলাম সেটা জিজ্ঞেস করেছিল, তার অন্তত তিনগুণ সাংসদ (সব দল থেকে) আমাকে দুএকটা ভালো কথা বলেছিলো ‘চুপ’ করে দাঁড়িয়ে থাকার জন্য! আজও সেই জায়গা থেকেই লিখলাম।’

জানা গেছে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কোনরকম কটাক্ষ না করে ফেসবুক পেজে নিজের মন্তব্য পোস্ট করে জানিয়েছেন,’এটা কী করলে অভিষেক! সুশান্তকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানালে, খুব ভাল কথা, কিন্তু তাতে তৃণমূলের লোগো কেন?’ এরপর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আরোও লেখেন,’রাজনীতির বাইরে কি আমাদের কোনও সত্ত্বা থাকতে পারে না? আজকের যুগের তরুণ রাজনীতিকদের থেকে মানুষ কিন্তু এটা আশা করে না।’

বাবুল সুপ্রিয়র এই পোষ্টের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এখনো পর্যন্ত কোনোরকম বার্তা পাওয়া যায়নি বলে জানা গেছে। যদিও বাবুল সুপ্রিয়র এই মন্তব্য প্রকাশ্যে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুশান্ত সিং রাজপুতের উদ্দেশ্যে শোক জ্ঞাপনের পোস্ট নিয়ে যথেষ্ট জল্পনা ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহলের অনেকেই বাবুল সুপ্রিয়র মন্তব্যটিকে সমর্থন করছেন বলে সূত্রের খবর। যদিও রাজনৈতিক মহলে বিষয়টিকে নিয়ে ঝড় উঠলেও কোনরকম পাল্টা প্রতিক্রিয়া এখনো মেলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!