এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধায়কের ফোন থেকে উদ্ধার গোপন তথ্য! থরহরিকম্প শাসক শিবিরে!

বিধায়কের ফোন থেকে উদ্ধার গোপন তথ্য! থরহরিকম্প শাসক শিবিরে!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নিয়োগ দুর্নীতির ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তবে তার বাড়িতে সিবিআই যাওয়ার পর তিনি তার দুটি মোবাইল ফোন পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন। আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, তাহলে কি সেই মোবাইল ফোনে কোনো গোপন তথ্য রয়েছে! আর তাকে নষ্ট করতেই তৃণমূল বিধায়ক তা পুকুরে ফেলে দিয়েছেন! তবে শেষ পর্যন্ত তা উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কিন্তু সেই মোবাইল ফোনে কি তথ্য লুকিয়ে রয়েছে তা জানার আপ্রাণ চেষ্টায় ছিলেন সকলে। অবশেষে সেই ফোনে থাকা সমস্ত তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সিবিআইকে জানিয়ে দিল দিল্লির ফরেনসিক টিম।

সূত্রের খবর, তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার দুটি ফোনের সমস্ত ডেটা ইতিমধ্যেই উদ্ধার করেছে ফরেনসিক টিম। জানা গিয়েছে, বেশ কিছু ছবি এবং বেশ কিছু ডেটা ডিলিট করা হয়েছিল। তবে সেটাও উদ্ধার করা সম্ভব হয়েছে। আর এতেই রীতিমত চাপে পড়তে পারে শাসক শিবিরের অনেক রাঘববোয়াল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, জীবনকৃষ্ণ সাহার ফোনে এমন কিছু ভয়াবহ তথ্য ছিল, যার কারণে তিনি সিবিআই আসার পরে সেই ফোন দুটি পুকুরে ফেলে দিতে বাধ্য হয়েছিলেন। ভেবেছিলেন, সেই ফোন দুটো নষ্ট হয়ে গেলে আর কেউ সেখান থেকে তথ্য উদ্ধার করতে পারবে না। কিন্তু তারপরেই সেই ফোন দুটিকে ঘিরে তৈরি হয় প্রশ্ন। আর এবার সেই ফোন উদ্ধার হওয়ার পর তা কার কার ঘুম ওড়ায়, আগামী দিনে কোন পথে যায় গোটা তদন্ত, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!