এখন পড়ছেন
হোম > রাজ্য > পুর নিয়োগ দুর্নীতিতে বড়সড় ধাক্কা, মান বাঁচাতে চ্যালেঞ্জ রাজ্যের!

পুর নিয়োগ দুর্নীতিতে বড়সড় ধাক্কা, মান বাঁচাতে চ্যালেঞ্জ রাজ্যের!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ কিছু নিয়োগ দুর্নীতিতে তদন্ত করছে সিবিআই। তবে সিবিআই তদন্তে রাজ্য সরকার যে সন্তুষ্ট নয়, তারা যে এই তদন্ত চাইছে না, তা স্পষ্ট হয়ে গিয়েছে। তবে এবার পৌরসভার নিয়োগ দুর্নীতির ঘটনায় বিচারপতি অমৃতা সিনহা সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখতেই ফের অস্বস্তি তীব্র হলো রাজ্যের। যার কারণে এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। আর রাজ্যের এই ডিভিশন বেঞ্চে যাওয়ার উদ্যোগকে রীতিমতো কটাক্ষ করছে বিরোধীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমে এই পৌরসভা নিয়োগ দুর্নীতির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তবে সম্প্রতি সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেশ কিছু মামলার বিচারপতি হিসেবে অব্যাহতি দেওয়া হয়েছে। আর তারপরেই রীতিমতো স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গিয়েছিল রাজ্যকে। রাজ্যের একাংশ ভেবে নিয়েছিলেন যে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন মামলা থেকে সরে গিয়েছেন, তখন নতুন কেউ এলে হয়তো তারা স্বস্তি পাবেন। কিন্তু বিচারপতি বদলালেও বদলায়নি বিচার। যেখানে বিচারপতি অমৃতা সিনহা ফের এই নিয়োগ দুর্নীতির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশকে বহাল রেখেছিলেন। আর সেই নির্দেশের বিরুদ্ধেই এবার চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার।

ইতিমধ্যেই তাদের মামলা করার অনুমতি দেওয়া হয়েছে। তবে রাজ্য সরকার যেভাবে সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছে, তাতে প্রশ্ন তুলছেন একাংশ। অনেকে বলছেন, সিবিআই দিয়ে তদন্ত করলে কিসের এত ভয় রাজ্যের! তাহলে কি গোপন কোনো তথ্য উঠে আসতে পারে! সত্যি সত্যিই কি পৌরসভাগুলোতে নিয়োগ দুর্নীতি হয়েছে! যদি তা নাই হয়, তাহলে সিবিআই দিয়ে তদন্ত করালে কেন তার বিরুদ্ধাচরণ করছে রাজ্য! তবে বিশেষজ্ঞরা বলছেন, যে কেউ কোনো নির্দেশ পছন্দ না হলে আদালতের দ্বারস্থ হতেই পারে। আইন তাকে সেই অধিকার দিয়েছে। তাই সেই আইনের অধিকারে রাজ্য সরকার পৌর নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছে। তবে শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!