এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > Big Breaking সোনার বাংলা গঠনের প্রতিশ্রুতি, 200 আসন পাওয়ার চ্যালেঞ্জ অমিত শাহের!

Big Breaking সোনার বাংলা গঠনের প্রতিশ্রুতি, 200 আসন পাওয়ার চ্যালেঞ্জ অমিত শাহের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা দখল করা তাদের কাছে প্রধান টার্গেট। আর সেই কারণে রীতিমত জান-প্রাণ দিয়ে রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে মানুষের মন জয় করতে তৎপরতা অবলম্বন করতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। রাজ্যের নেতারা শুধু নন, এক মাসে বারবার বাংলায় আসতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহের মত বিজেপির শীর্ষস্তরের নেতাদের। আর কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে রাজ্য নেতারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থেকে আগামী বিধানসভা নির্বাচনে তারা ক্ষমতায় এলে “সোনার বাংলা” গঠন করবেন বলে দাবি করছেন। যার পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, সোনার বাংলা প্রস্তুত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি যে সমস্ত রাজ্যে আছে, সেখানে বরঞ্চ তারা সুশাসন দিক। বাংলার দিকে তাদেরকে নজর দিতে হবে না। আর তৃণমূল এবং বিজেপির এই তরজার মাঝে নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই তৎপরতা লক্ষ্য করতে দেখা যাচ্ছে দুই শিবিরে। কারা রাজ্যের ক্ষমতা দখল করবে এবং কত আসন নিয়ে ক্ষমতা দখল করবে, তা ভোটবাক্স খোলার পরেই পরিষ্কার হয়ে যাবে।

আর এই পরিস্থিতিতে আজ কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা করে রাজ্যে 200 আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলে আত্মপ্রত্যয়ী দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় চাণক্য অমিত শাহ। পাশাপাশি কোচবিহারের মাটি থেকে সোনার বাংলা গঠনের ব্যাপারে প্রতিশ্রুতি দিলেন তিনি। সূত্রের খবর, এদিন কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনায় উপস্থিত হন বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই বক্তব্য রাখতে উঠে তৃণমূলের অপশাসন নিয়ে অভিযোগ করেন তিনি।

বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সোনার বাংলা গঠনের জন্য এই পরিবর্তন যাত্রা। এত বছর ধরে তৃণমূলের অপশাসনে বাংলা একেবারে তলানিতে। বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ভোটে দু’শোর বেশি আসন পাবে বাংলা। একবার সুযোগ পেলে আমরা সোনার বাংলা গঠন করব‌। সেটাই হবে বাংলার প্রকৃত পরিবর্তন।” বিশ্লেষকরা বলছেন, অমিত শাহ এই পরিবর্তন যাত্রার সূচনার মধ্যে দিয়ে নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একদিকে বিজেপি যেমন 200 আসন নিয়ে ক্ষমতায় আসবে বলে কর্মী-সমর্থকদের উজ্জীবিত করলেন তিনি, ঠিক তেমনই তৃণমূলের অপশাসন সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করতে দেখা গেল তাকে। অর্থাৎ কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার পাশাপাশি আগামী দিনে লড়াইয়ের মধ্যে দিয়ে বিজেপি ক্ষমতায় আসলে “সোনার বাংলা গঠন করা হবে” বলে সাধারণ মানুষকে আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বিশ্লেষকরা বলছেন, ইতিমধ্যেই রাজ্যের আইন শৃঙ্খলা সহ গণতান্ত্রিক অবস্থা সম্পূর্ণরূপে বিপন্ন এই সমস্ত অভিযোগ তুলে ধরে ময়দানে নেমেছে রাজ্য বিজেপি। দিলীপ ঘোষ থেকে শুরু করে মুকুল রায়, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট নেতারা প্রতিনিয়ত বিভিন্ন জেলায় গিয়ে জনসভা করে তৃণমূলের বিরুদ্ধে সরব হচ্ছেন।

আর বাড়তি পাওনা হিসেবে মাঝেমধ্যেই জেপি নাড্ডা থেকে শুরু করে অমিত শাহ এমনকি স্বয়ং নরেন্দ্র মোদিকে রাজ্যে আসতে দেখা যাচ্ছে। আর তাদের এই সফর যে আগামী দিনে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করার অন্যতম প্রধান লক্ষ্য স্বরূপ, তা বলার অপেক্ষা রাখে না।তবে বিজেপির পক্ষ থেকে অতীতে “সোনার বাংলা” গঠন করার প্রতিশ্রুতি দেওয়া হলেও পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

যেখানে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, বিজেপি আগে সোনার ভারত গঠন করুক। তারপর বাংলার দিকে নজর দেবে। আর এবার কোচবিহারের মাটিতে পা রেখে অমিত শাহ সেই সোনার বাংলা গঠনের প্রতিশ্রুতি দিয়ে দখলের হুংকার দিলেন। যা ঘাসফুল শিবিরকে কিছুটা হলেও চাপে রাখবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরনের দাবি বাস্তবের সঙ্গে কতটা মেলে, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!