এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > খেজুরির সভা থেকে বিস্ফোরক মেজাজে শুভেন্দু অধিকারী, তীব্র কটাক্ষ ও হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীকে

খেজুরির সভা থেকে বিস্ফোরক মেজাজে শুভেন্দু অধিকারী, তীব্র কটাক্ষ ও হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আজ খেজুরিতে সভা করছেন শুভেন্দু অধিকারী। গতকাল নন্দীগ্রামের সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেজুরিতে আজ তার পাল্টা সভা করছেন শুভেন্দু অধিকারী। আজকের এই সভায় উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রমুখরা। সভা মঞ্চ থেকে সকলেই তীব্র কটাক্ষ করলেন রাজ্যের শাসক দল তৃণমূলকে।

শাসক দল তৃণমূলের প্রতি তীব্র কটাক্ষ করে শুভেন্দু অধিকারী জানালেন যে, গতকাল নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা করেছিলেন, প্রকৃতপক্ষে তা ছিল আসাদউদ্দিন ওয়াইসির সভা। গতকালের সভায় কারা যোগদান করেছিলেন, তা সকলেই জানেন। তিনি জানালেন যে, রাজনৈতিকভাবে হতাশাগ্রস্থ যারা, কোথায় সভা করছেন, তা তাঁরা জানেন না। পাঁচ বছর পর তিনি এখানে আসেন। তিনি জানান তাঁকে কখনো নকল করতে হয় না।

শুভেন্দু অধিকারী জানালেন যে, ৫ টি এলাকায় হামলা করেছে বিজেপিকে তৃণমূল। বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে। গাড়ি ভাঙা হয়েছে। তবে পুলিশ সেসময় মুখ্যমন্ত্রীকে পুরুলিয়ায় পাঠাতেই ব্যস্ত ছিল। তিনি কটাক্ষ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেহ নন্দীগ্রামে হলেও, আত্মা হয়েছে কলকাতায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের শুকনো ঘাসফুলকে টাটা বাইবাই করে দিতে জানালেন তিনি। তিনি জানালেন , এক জায়গাতেই তার দাঁড়ানো উচিত। দু জায়গায় দাঁড়ালে চলবে না। নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রীকে লড়াই করবার চ্যালেঞ্জ দিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী জানালেন যে, তোলাবাজ ভাইপো যা বলবে সেটাই করবে তৃণমূল। তিনি প্রশ্ন করেছেন যে, কার ভরসায় নন্দীগ্রাম থেকে লড়াই করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আগে এই দল আমফানের টাকা চুরি করত। এখন করোনার টিকা চুরি করে। মেজ বোন, বড় বোন যেই হোন কে কেন? দুজায়গায় দাঁড়াতে পারবেন না তিনি। মুখ্যমন্ত্রীকে তিনি প্রাক্তন এমএলএ, প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখা লেটার প্যাড তৈরি করে রাখার পরামর্শ দিলেন।

পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন যে, রবিবার পর্যন্ত পুলিশকে সময় দিলেন তিনি। না হলে সোমবার তমলুকে বিক্ষোভ দেখাবেন তিনি। তিনি জানান, মুখ্যমন্ত্রী শুধুমাত্র মিথ্যা কথা বলছেন। তোলাশ্রী পুরস্কার দেওয়া হবে ভাইপোকে। আর মিথ্যাশ্রী পুরষ্কার পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাবুল সুপ্রিয়কে সঙ্গে নিয়ে তিনি পানা পরিষ্কার করবেন। তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। মুখ্যমন্ত্রী ও তৃণমূল সরকারকে উৎখাতের আহ্বান জানালেন তিনি। সভামঞ্চ থেকে তিনি জানালেন যে, মঞ্চে তৃণমূলের প্রার্থী ঠিক করা হয়। কিন্তু বিজেপির প্রার্থী কখনোই মঞ্চে ঠিক করা যায় না।

তিনি অভিযোগ করেছেন যে, নন্দীগ্রাম আন্দোলনকে মুখ্যমন্ত্রী স্বীকার করেননি। যদি স্বীকৃতি দিতেন তিনি, তবে, ইতিহাস বইতে সিঙ্গুরের সঙ্গে সঙ্গে নন্দীগ্রামের কথাও থাকত। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানালেন যে, মেদিনীপুরে পদ্ম ফুটবে, জব্দ হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন যে, যারা নন্দীগ্রামে গুলি চালিয়েছিল, সেই সমস্ত পুলিশের পদোন্নতি করেছে তৃণমূল সরকার। কিন্তু ইতিহাস কখনো ভুলে যাননি সাধারন মানুষ। মুখ্যমন্ত্রী বারবার তৃণমূল নেতাদের বলেন ত্যাগী, তাঁরা এতটাই ত্যাগী যে, দল ত্যাগ করেই বেরিয়ে আসছেন তাঁরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!