এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News, নির্বাচনে স্বচ্ছতা আনতে, নির্বাচনকে অবাধ করতে গুরুত্বপূর্ণ বিল পেশ লোকসভায়

Breaking News, নির্বাচনে স্বচ্ছতা আনতে, নির্বাচনকে অবাধ করতে গুরুত্বপূর্ণ বিল পেশ লোকসভায়


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ লোকসভায় পেশ করা হল নির্বাচনী সংস্কার সংক্রান্ত বিল ২০২১। এই বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিরিজু। ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন ও ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন পরিবর্তনের প্রস্তাব এখানে দেয়া হয়েছে। নির্বাচনকে আরও অবাধ ও স্বচ্ছ করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে, মনে করছেন বিশেষজ্ঞরা। গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিলের ব্যাপারে প্রস্তাব দেয়া হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিলের খসড়াতে বলা হয়েছে, ভোটার তালিকাতে একই নামের পুনরাবৃত্তি ও ভুয়ো ভোটার রুখতে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করা হবে। ভোটার তালিকাকে আধার কার্ডের সঙ্গে যুক্ত করা হবে। ভোটারদের কাছে তাদের পরিচয় পত্রের সঙ্গে আধার কার্ড সংযুক্তির বিকল্প দেয়া হবে। এর সাথে সাথেই নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি করা হবে।

তবে, বিরোধীদের পক্ষ থেকে এই বিলের প্রবল বিরোধিতা করা হয়। বিরোধীদের প্রবল হট্টগোলের কারণে দুপুর দুটো পর্যন্ত অধিবেশন স্থগিত করে রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত বিল পেশ করা হয়েছে। এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ শশী থারুর জানালেন যে, আধার কার্ড শুধুমাত্র বাসস্থানের প্রমাণ দেওয়ার জন্য ব্যবহার করার কথা। যা নাগরিকত্বের প্রমাণ হতে পারে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!