এখন পড়ছেন
হোম > জাতীয় > গ্রেপ্তার রাজ্যসভার হেভিওয়েট সাংসদ! শাসক-বিরোধী তরজায় উত্তাল রাজ্য-রাজনীতি!

গ্রেপ্তার রাজ্যসভার হেভিওয়েট সাংসদ! শাসক-বিরোধী তরজায় উত্তাল রাজ্য-রাজনীতি!


চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে ডিএমকে নেতা এবং রাজ্যসভার সাংসদ আর এস ভারতী তপশিলি জাতি দের বিরুদ্ধে অসম্মান জনক মন্তব্য করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আর এর পরিপ্রেক্ষিতে অবশেষে গত শনিবার তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের বিরুদ্ধে সম্মানহানিকর মন্তব্যের কারণে চেন্নাই পুলিশ আর এস ভারতীকে গ্রেপ্তার করে।

ঘটনাটি সর্বসমক্ষে প্রকাশিত হতেই রাজনৈতিক মহলে রাজ্যসভার সাংসদ আর এস ভারতীর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। জানা গেছে সংবাদমাধ্যম এ বিষয়ে কোনরকম আলোড়ন না ফেললেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিএমকে নেতা আর এস ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। আর এবার এস ভারতীর এই গ্রেপ্তার কান্ডকে ঘিরে মুখ খুলেছেন ডিএমকে সংগঠনের সেক্রেটারি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলের সাংসদের গ্রেপ্তারির পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছেন, এআইএডিএমকে-এর সরকারের দুর্নীতির কথা প্রকাশ করার কারণেই তাকে এই ভাবে অপদস্থ করা হয়। এছাড়াও তিনি স্পষ্ট জানিয়েছেন ভারতী তপশিলি জাতি এবং উপজাতির বিরুদ্ধে কোনরকম অশালীন মন্তব্য করেনি তার কথা বিকৃত ভাবে সবার সামনে তুলে ধরা হয়েছে বলেই তাকে গ্রেপ্তার হতে হয়েছে। তার এই মন্তব্যের পরে স্বভাবতই তপশিলি জাতি ও উপজাতি দলগুলির মধ্যে স্বভাবতই তার বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলে ওঠে।

প্রসঙ্গত জানা গেছে চেন্নাইয়ের দু’টি থানায় এই ডিএমকে নেতার বিরুদ্ধে একই কারণে মামলা দায়ের করা হয়েছিল। এরপরেই ১৯৮৯ সালের তপশিলি জাতি ও তপশিলি উপজাতি আইনের নিয়ম অনুযায়ী এই সাংসদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। অবশেষে গত শনিবার ডিএমকে নেতা আর এস ভারতীকে চেন্নাই পুলিশ গ্রেপ্তার করে বলে খবর। প্রসঙ্গত, আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। আর এবার জয়ললিতার অনুপস্থিতিতে সেখানে শাসকদলের পরিবর্তন হতে পারে বলে তীব্র জল্পনা। ফলে, এখন থেকেই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে তামিলনাড়ুর রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!