শাসকদলের দাপুটে মন্ত্রীর মেয়ে এবার বিজেপিতে? জল্পনা বাড়ালেন মুকুল রায় বিশেষ খবর রাজ্য December 16, 2017 এক সর্বভারতীয় সংবাদপত্রের বাংলা সংস্করণে বিস্ফোরক ভাবে দাবি করা হয়েছে সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায় নাকি ইঙ্গিত দিয়েছেন যে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা ‘হয়তো’ বিজেপিতে যোগদান করতে পারেন। ওই সংবাদপত্রের দাবি তাঁদের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুকুল বাবু বলেন, ১৮ তারিখটা (গুজরাটের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন) পার হতে দিন, দেখুন না কত বড় বড় উইকেট পড়ে। পশ্চিম মেদিনীপুরে আনিসুর রহমানও কিন্তু বড় নাম, আগামী দিনে এমন অনেক নামই আসবে। গুজরাটের ফলটা আগে প্রকাশ হোক। এরপরেই ওই সংবাদপত্রের সাঙ্গাবাদিক পাল্টা প্রশ্ন করেন, উত্তর ২৪ পরগনার বেশ কিছু বড় মাপের নেতা প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস করলেও তলে-তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে শাসকদলের সন্দেহ এবং সেজন্য নাকি শাসকদল নজরদারি কমিটিও করেছে বলে খবর। সেই প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, কি হবে নজরদারি কমিটি গড়ে? কি শাস্তি দেবে? বিধায়ক পদ কেড়ে নিতে পারবে? তাছাড়া বালুর (খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক) মেয়েই তো আছে, ওর নাম মিষ্টি, খুব ভালো মেয়ে, যাদবপুরে পড়ায়। সাংবাদিক আবার সরাসরি প্রশ্ন করেন, তাহলে কি জ্যোতিপ্রিয়বাবুর মেয়ে এবার বিজেপিতে যোগান করছেন? জবাবে নাকি ‘ইঙ্গিতপূর্ণ’ হাসি হেসে এড়িয়ে যান মুকুলবাবু। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই সংবাদপত্রে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই সংবাদপত্রে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -