প্রধানমন্ত্রী আবাস যোজনায় বড়সড় কারচুপি, কাঠগড়ায় তৃণমূল! তৃণমূল বিজেপি মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজনীতি রাজ্য March 16, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বারবার প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে অভিযোগ করতে শোনা গেছে বিজেপির রাজ্যস্তরের নেতা নেত্রীদের। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই কেন্দ্রীয় প্রকল্প রাজ্য নিজেদের নামে চালাচ্ছে বলে অভিযোগ করছেন রাজ্যের বিজেপি নেতা নেত্রীরা। এমনকি কেন্দ্রীয় প্রকল্পের টাকা তৃণমূলের নেতারা নিজেদের পকেটে ঢুকিয়ে দিচ্ছে বলেই অভিযোগ করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার ভোটের মুখে প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা হাতানোর অভিযোগে বড়সড় অস্বস্তিতে পড়ল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনায় বীরভূমের ময়ূরেশ্বরের এক তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ উঠেছে। যেখানে 6 জন গ্রাহকের টাকা ময়ুরেশ্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্য নবকুমার লেটের অ্যাকাউন্টে পড়েছে বলে দাবি করা হচ্ছে। আর এরপরই অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ময়ূরেশ্বরের বিডিও অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রাহকরা। স্বাভাবিক ভাবেই এতদিন বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হত, এবার সেই অভিযোগের সত্যতা সামনে আসায় রীতিমত অস্বস্তিতে পড়ে গেল তৃণমূল কংগ্রেস। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ইতিমধ্যেই এই গোটা ঘটনা নিয়ে তৃণমূল বনাম বিজেপির তরজা চরম আকার ধারণ করেছে। এদিন এই প্রসঙ্গে বীরভূম জেলা বিজেপি সম্পাদক অতনু চট্টোপাধ্যায় বলেন, “টাকা গ্রামের তৃণমূল মেম্বারের অ্যাকাউন্টে ঢুকেছে। বিডিও ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তৃণমূলের সঙ্গে প্রশাসন গ্রামের মানুষকে ঠকাচ্ছে।” যদিও এই ঘটনাকে তাদের দল কোনোভাবেই সমর্থন করে না বলে জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে ময়ুরেশ্বরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ রায় বলেন, “অফিস ঠিকমত চেক না করে মেম্বারের কথায় ভরসা করে টাকা ছেড়ে দিয়েছে। এটা আমাদের অজান্তে হয়েছে। বিডিওকে অভিযোগ জানাই। টাকা রিকভার করা হয়েছে, এই জিনিস দল সমর্থন করে না। ব্যবস্থা নেবে।” সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -