এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবার কি গোটা দেশ হতে চলেছে করোনার শিকার? আবার কি দেশজুড়ে লকডাউন? মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

আবার কি গোটা দেশ হতে চলেছে করোনার শিকার? আবার কি দেশজুড়ে লকডাউন? মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০২০ সালের মার্চ মাসে দেশের বিভিন্ন অংশে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে করোনা। করোনার আশঙ্কা থেকে গত বছর মার্চ মাসের শেষ দিকে প্রথমে জনতা কারফিউ তারপর দেশজুড়ে ঘোষণা করা হয় লকডাউন। সম্প্রতি আবার দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। মহারাষ্ট্রে বাড়ছে করোনা। মহারাষ্ট্রের বেশকিছু শহরে চলছে লকডাউন ও নাইট কারফিউ। আবার, দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যতেও সংক্রমণ বাড়তে শুরু করেছে। যে ঘটনায় উদ্বেগ বাড়ছে কেন্দ্রীয় সরকারের। প্রধানমন্ত্রী এ বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত। তাই প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল বুধবার একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

জানা যাচ্ছে যে, আগামীকাল বুধবার একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন। এই বৈঠকে সাম্প্রতিক কালের করোনা পরিস্থিতি নিয়ে যেমন আলোচনা চলবে, তেমনই করোনার টিকাকরন নিয়েও আলোচনা হওয়ার কথা আছে। গতকাল সোমবার সারা দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন মোট ২৪,৪৩৪ জন। গত রবিবার দেশজুড়ে করোনা সংক্রমিত হয়েছেন ২৬ হাজারের বেশি মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিছু দিন ধরেই দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা ২০ হাজার অতিক্রম করেছে। যে ঘটনায় উদ্বেগ বাড়ছে কেন্দ্রীয় সরকারের। প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে দেশজুড়ে দৈনিক করোনা সংক্রমণ ১০ হাজারে নেমে এসেছিল। তবে, কয়েকদিন ধরে তা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে করোনায় মৃত্যুর পরিমাণও। সমস্ত কিছু নিয়ে উদ্বেগ বাড়ছে কেন্দ্রীয় সরকারের। অন্যদিকে করোনার টিকা করন শুরু হয়েছে দেশজুড়ে। আগামীকাল এসব বিষয় নিয়েই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী।

প্ৰসঙ্গত, দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও, দেশবাসীর মধ্যে তেমন সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। যার ফলে বাড়ছে সংক্রমনের আশংকা। বহু স্থানে ব্যাপক হারে জনসমাগম দেখা যাচ্ছে। মাস্ক পর্যন্ত ব্যবহার করতে দেখা যাচ্ছে না বহু মানুষকে। সামাজিক দূরত্ব বিধিকে চুলোয় পাঠিয়ে ব্যাপক হারে বাজার সহ বিভিন্ন এলাকায় জামায়েত ঘটছে মানুষের। অনেকেই মনে করছেন, টিকাকরণ যেহেতু শুরু হয়েছে, তাই করোনা নিয়ে আর কোনো ভয় নেই। কিন্তু মানুষের এই উদাসীনতাই আবার দেশকে ঠেলে দিচ্ছে বিপদের মুখে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!