এখন পড়ছেন
হোম > অন্যান্য > কোহলি নিয়ে আবার মন্তব্য গাভাস্কারের! এবারেও কি বাড়লো দ্বন্দ্ব? জানুন বিস্তারিত

কোহলি নিয়ে আবার মন্তব্য গাভাস্কারের! এবারেও কি বাড়লো দ্বন্দ্ব? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- ঘটনাটা শুরু হয়েছিল আগের খেলায় কোহলির খারাপ পারফরম্যান্স নিয়ে মন্তব্য করে। গাভাস্কারের সেই মন্তব্য মোটেও ভালো ভাবে নেননি স্ত্রী অনুষ্কা শর্মাও। টুইটারে কড়া কথা শুনিয়েছিলেন তিনি। আসলে, বৃহস্পতিবার পাঞ্জাবের কাছে পরাজয় হয় আরসিবির। আর সেই হারের পেছনে যে বিরাট কোহলির বেশ ভালোই কৃতিত্ব রয়েছে, অনেকেই সেকথা মেনে নেবেন। কারণ ১৩২ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুযোগ কেএলরাহুলকে তিনিই করে দিয়েছিলেন। কারণ বাউন্ডারি লাইনে দাড়িয়ে থাকার পরও সহজ দুটি ক্যাচ বিরাট কোহলি দু-দুবার মিস করেন। আর তাতেই ৯৭ রানে ঘরে ফিরতে হয় আরসিবিকে।

অন্যদিকে, ব্যাট করতে নেমেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। তবে এরই মধ্যে ক্রিকেটপ্রেমীদের ক্ষোভে ঘি ঢালতে বিরাট কোহলির সমালোচনা করতে গিয়ে সুনীল গাভাস্কার অনুষ্কা শর্মার প্রসঙ্গ টেনে এনে কুরুচিকর মন্তব্য করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়ায়। অন্যদিকে পাল্টা জবাব দিতেও দেখা যায় অনুষ্কা শর্মাকে। তবে নিজের স্বপক্ষে যুক্তি দিতেও ছাড়েননি লিটিল মাস্টার। তবে সেই জল্পনা নিয়ে আর কোনো মন্তব্য শোনা না গেলেও, কোহলিকে নিয়ে আবারও নতুন মন্তব্য করলেন গাভাস্কার। যদিও সেই নিয়ে জল্পনা তৈরি হবে কিনা, সেটা বলা যাচ্ছে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, এবারে আইপিএলে ভালো পারফরম্যান্স দেখতে পারেননি কোহলি। কোনো বোলারদের বিপক্ষেই রান তুলতে দেখা যায়নি এই সুপারস্টারকে। আইপিএলে তাঁর দল তিনটে ম্যাচের মধ্যে দুটোয় জিতলেও সেখানে কিন্তু কোহলির অবদান মাত্র ১৮ রান। তিন ম্যাচে তাঁর রান সংখ্যা যথাক্রমে ১৪, ১ এবং ৩। ফলে কোহলি যে ব্যাট হাতে যেমন ব্যর্থ হচ্ছেন, সেই আঁচে যে তাঁকে বিতর্কবিদ্ধও হতে হবে সেটা বলাই বাহুল্য। তাই সম্ভবত আগেই ঘটনা ভুলে দুঃসময়ে কোহলির হয়ে আবার মুখ খুললেন সুনীল গাভাস্কার। কিছুদিন আগেই গাভাস্কারের কোহলি-মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক কি তাহলে মিটে গেছে? না সেই প্রশ্নের কিন্তু উত্তর পাওয়া যায়নি এখনও।

তাঁর কথায়, হতেই পারে যে কোহলি হয়ত এবার খুব মন্থরভাবে শুরু করেছে। তবে বলা যায় না, টুর্নামেন্ট শেষের পর অন্যবারের মত হয়ত এবারেও কোহলির নামের পাশে ৪০০-৫০০ রান দেখা যেতেই পারে। এখানে ২০১৬ সালের কথা উল্লেখ করে তিনি আরো বলেন যে, ২০১৬ সালেই তো কোহলি টুর্নামেন্টে চারটে শতরান সহ প্রায় একহাজার রান করেছিল। তবে এবার হয়ত প্রথম তিন ম্যাচে রান না পাওয়ায়, অত রান করার সম্ভাবনা না থাকলেও টুর্ণামেন্টে ৫০০ রান যে কোহলি করতেই পারেন, সেই আশাই রেখেছেন তিনি। দেখা যাচ্ছে, এবার কোহলিকে দুরন্ত রাজস্থানের সঙ্গেই খেলতে দেখা যাবে। তাই দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে আরসিবির জার্সিতে খেলতে নামা কোহলি সেই ম্যাচে গাভাস্কারের অভয়বাণী পেয়ে নতুন ফর্মে ফিরে আসেন কিনা, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!