এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কাঁটা দিয়েই কাঁটা তুলতে চাইছেন মমতা, রাজ্যসভার প্রার্থী নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলে!

কাঁটা দিয়েই কাঁটা তুলতে চাইছেন মমতা, রাজ্যসভার প্রার্থী নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি বাংলার শূন্য হয়ে যাওয়া দুটি রাজ্যসভার আসনের মধ্যে একটি আসনের নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। যেখানে আগামী আগস্ট মাসের 9 তারিখে এই রাজ্যসভার আসনে নির্বাচন হবে বলে জানানো হয়েছে। আর তারপর থেকেই তৃণমূলের এক সময়কার সাংসদ দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া এই আসনে তৃণমূলের পক্ষ থেকে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই বেশ কিছু নাম সামনে এসেছে।

তবে শেষ পর্যন্ত এই ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা বলাই যায়। তবে এবারের প্রার্থী যে কিছুটা হলেও আগের থেকে অন্য রকম হতে পারে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। এক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে বাংলা দখল করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট, সর্বভারতীয় রাজনীতিতে বিস্তার করা। তাই 2024 এর লোকসভা নির্বাচনের আগে সেই সর্বভারতীয় রাজনীতিতে বিস্তার লাভ করার সুযোগ হাতছাড়া করতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে বাংলার বাইরে থেকে কাউকে এই রাজ্যসভার আসনে প্রার্থী করে পাঠাতে পারেন তিনি বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী আগস্ট মাসের 9 তারিখে এই রাজ্যসভার আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের দিন ঘোষণা করার পর থেকেই তৃণমূলের অন্দরমহল তা নিয়ে জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। কাকে প্রার্থী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়! একাংশের মতে, সর্বভারতীয় রাজনীতিতে বিস্তৃতি লাভের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যসভার আসনে প্রার্থী করে পাঠাতে পারেন এক সময়কার কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, বেশ কিছুদিন আগেই যশোবন্ত সিনহা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তারপর সর্বভারতীয় রাজনীতিতে বিস্তারলাভ করবার জন্য তাকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে। তবে এর পাশাপাশি তাকে রাজ্যসভায় পাঠাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেও জল্পনা তৈরি হয়েছিল। আর তার মাঝেই সেই রাজ্যসভার নির্বাচনের দামামা বেজে যাওয়ার কারণে এই নাম সবথেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বুঝতে পেরেছেন, সর্বভারতীয় রাজনীতিতে যদি নির্ণায়ক শক্তি না হওয়া যায়, তাহলে প্রতিটি বিজেপি বিরোধী দলের কাছে গুরুত্ব পাওয়া যাবে না। আর সেই কারণে বিভিন্ন রাজ্যের প্রচার শুরু করে দিয়েছে তার দল। অর্থাৎ বাংলার বাইরে যে এখন তৃণমূল কংগ্রেস নিজেদের বিস্তার লাভ করতে তৎপর, তা বলাই যায়। সেদিক থেকে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর তাই একসময় বিজেপির সাথে থাকা যশবন্ত সিনহাকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়ে গেরুয়া শিবিরের অস্বস্তি আরও বাড়িয়ে দিতে চাইছেন তিনি। যদিও বা এই সমস্ত বিষয় এখন পর্যন্ত জল্পনার পর্যায়েই রয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে যশবন্ত সিনহার নাম নিয়ে আলোচনা ক্রমশ বাড়তে শুরু করেছে শাসকদলের অন্দরমহলে। শেষ পর্যন্ত এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!