এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুর ভোটের ফলাফল প্রকাশের পরেরদিনই গ্রেপ্তার ছাপ্পা ভোটের আসল কারিগর, তীব্র চাঞ্চল্য

পুর ভোটের ফলাফল প্রকাশের পরেরদিনই গ্রেপ্তার ছাপ্পা ভোটের আসল কারিগর, তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতা পুরভোটের সকাল থেকেই বিরোধীরা সরব হয়ে ওঠে তৃণমূলের বিরুদ্ধে। একাধিক অভিযোগ ওঠে শাসকদলের প্রতি। যার মধ্যে অন্যতম হলো ছাপ্পা ভোট। পুরভোটের দিন সকালে কলকাতার বিভিন্ন অঞ্চলে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেছিলেন, প্রমান দেখাতে পারলে অবশ্যই শাস্তি হবে। তাই এবার প্রমাণসমেত ধরা পড়লো এক ব্যক্তি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রমাণ দেবার কথা মাথায় রেখে বিজেপি নেতা অমিত মালব্য একটি ভিডিও টুইট করেন এবং রিগিংয়ের অভিযোগ করেন। যদিও সেই ভিডিওটি এখনো পর্যন্ত খতিয়ে দেখেনি প্রিয় বন্ধু মিডিয়া। তবে শোনা যাচ্ছে, ওই ভিডিওতে এক যুবককে দেখা যাচ্ছে, বারবার ভোট কেন্দ্রের মধ্যে ইভিএমের বোতামে চাপ দিতে। পুরভোটের দিন সকাল থেকেই ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ওই ভিডিওতে দেখা যায় অভিযুক্ত যুবক ইভিএমে তৃণমূল প্রার্থীর প্রতীকের বোতামটি বারবার চাপছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মঙ্গলবার ফলাফল প্রকাশের পর এই নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল বড়তলা থানায়। তারপরে তদন্ত করে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420 অর্থাৎ (প্রতারণা), 120 বি (অপরাধমূলক ষড়যন্ত্র), 171 এফ (নির্বাচনে প্রভাব খাটানো)  ধারায় মামলা করা হয়েছে। যদিও পুলিশি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক পুলিশকে জানিয়েছে ভোটগ্রহণ শুরুর আগে মকপোলের সময় তিনি এই ভিডিওটি করেছিলেন। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বিরোধীদের এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে পুরভোটের বিশাল জয়ের পরেও কালিমালিপ্ত হবে তৃণমূল শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!