এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতে সন্ত্রাসের অভিযোগে প্রশাসনকে চাপে ফেলতে ‘মাস্টারস্ট্রোক’ বিজেপির

পঞ্চায়েতে সন্ত্রাসের অভিযোগে প্রশাসনকে চাপে ফেলতে ‘মাস্টারস্ট্রোক’ বিজেপির


পঞ্চায়েত ভোট নিয়ে বিরোধীদের উপর সন্ত্রাস করছে শাসকদল এমনটাই অভিযোগ বিরোধী সহ বিজেপির আর তাই সরকারকে চাপে ফেলতে ‘মাস্টারস্ট্রোক’ দিলো বিজেপি। এদিন রাজ্য পুলিশি ব্যবস্থাকে চাপে ফেলতে অবসরপ্রাপ্ত পুলিশকর্তাদের ময়দানে নামালো তাঁরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সোমবার দলের প্রশাসনিক সেলের আহ্বায়ক প্রাক্তন আইপিএস দেবকুমার মুখোপাধ্যায়,আর কে হান্ডা-সহ পাঁচজন অবসরপ্রাপ্ত পুলিশকর্তারা বৈঠক করেন হুগলির পুলিশ সুপার সুকেশ জৈন এবং চন্দননগরের কমিশনার অজয় কুমারের সঙ্গে।জানা যায় অবসরপ্রাপ্ত পুলিশকর্তারা এই দুইজনের কাছে অভিযোগ করে জানান যে শাসকদল সন্ত্রাস এর রাজনীতি চালাচ্ছে বিজেপি প্রার্থীদের উপর।তাঁদের মনোনয়ন পত্র জমা দিতে দিচ্ছে না।কিছু কিছু যায়গায় জমা দেওয়া গেলেও শাসক দল চাপ সৃষ্টি করছে মনোনয়ন প্রত্যাহারের জন্য।এর থেকে মুক্তি পেতেই পুলিশি নিরপেক্ষ সাহায্য দাবি করেন প্রাক্তন পুলিশকর্তারা।দেবকুমারবাবু অবশ্য জানান যে,” এসিপি এবং চন্দননগরের কমিশনার আমাদের আশ্বাস দিয়েছন,প্রতিকার মিলবে।”আর প্রাক্তনদের দিয়ে বর্তমানের কাছে নালিশ বা প্রতিকার চেয়ে বিজেপি মাস্টারস্ট্রোকে দিলো বলেই মনে করছে রাজনৈতিকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!