এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > দিল্লির কৃষক আন্দোলনকে কেন্দ্র করে বিশেষ বার্তা রাষ্ট্রসঙ্ঘের

দিল্লির কৃষক আন্দোলনকে কেন্দ্র করে বিশেষ বার্তা রাষ্ট্রসঙ্ঘের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিল্লি ও দিল্লির সীমান্ত অঞ্চলে দুমাসেরও বেশি সময় ধরে চলছে কেন্দ্রীয় নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ। এই আইন বাতিলের দাবি জানিয়ে অবস্থান-বিক্ষোভ, আন্দোলন চলছে বিক্ষুব্ধ কৃষকদের। তবে, প্রজাতন্ত্র দিবসের দিনে তাদের এই আন্দোলন বিধ্বংসী রূপ ধারণ করে। পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ বাধে কৃষকদের। কৃষকদের ট্রাক্টার মিছিল পৌঁছে যায় লাল কেল্লায়। সেখানে জাতীয় পতাকা নামিয়ে রেখে কৃষক আন্দোলনের পতাকা তোলা হয়। এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

প্রজাতন্ত্র দিবসের দিনে কৃষক আন্দোলনের এই সহিংস রূপকে অনেকেই মেনে নিতে পারেননি। এরপর বেশকিছু বিশিষ্ট বিদেশি কৃষক আন্দোলনের সমর্থনে বার্তা দিয়েছেন। যার বিরোধিতা করেছেন অনেকেই। দেশের অভন্তরীন বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ মেনে নিতে পারেন নি অনেকেই। এবার এ প্রসঙ্গে বিশেষ বার্তা দেয়া হলো রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার দফতরের পক্ষ থেকে সরকার ও বিক্ষোভকারী কৃষকদের সংযম পালন করার বিশেষ বার্তা দেয়া হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, কেন্দ্রীয় নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘ সময় ধরে চলছে একাধিক কৃষক সংগঠনের বিক্ষোভ। সমস্যা সমাধানের চেষ্টায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে কৃষক সংগঠনের নেতাদের। কিন্তু একাধিক বৈঠকের পরেও এখনো পর্যন্ত কোন সমাধানসূত্র বেরিয়ে আসেনি। এই আইন বাতিলের দাবিতে কৃষকদের অনড় থাকার কারণেই এখনো পর্যন্ত কোন সমাধান সম্ভব হয়নি।

এবার, এ প্রসঙ্গে বিশেষ বার্তা দেয়া হলো রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার দফতরের পক্ষ থেকে এক টুইট করে জানানো হলো যে, ভারতে চলতে থাকা কৃষক বিক্ষোভে সরকার ও বিক্ষোভকারী দু’পক্ষকেই সর্বোচ্চ পর্যায়ের সংযম পালন করার আবেদন জানানো হচ্ছে। শুধু বাইরে নয়, অনলাইনেও শান্তিপূর্ণ জমায়েত ও মতপ্রকাশের অধিকার সুরক্ষিত থাকা প্রয়োজন। মানবাধিকারের কথা মাথায় রেখে ন্যায় সঙ্গত সমাধান খুঁজে বের করা প্রয়োজন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!