এখন পড়ছেন
হোম > রাজ্য > রোজভ্যালি কাণ্ডে আর্থিক দুর্নীতিতে এবার ইডির নজরে এবার রাজ্যের আর এক মন্ত্রী তাঁর কন্যা

রোজভ্যালি কাণ্ডে আর্থিক দুর্নীতিতে এবার ইডির নজরে এবার রাজ্যের আর এক মন্ত্রী তাঁর কন্যা


রোজভ্যালি কাণ্ডে এবার নয়া মোড়। এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ইডি) নজরে এবার রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে ও তাঁর মেয়ে শ্রেয়া পান্ডে এমনি দাবি করেছে কলকাতার একটি নামি ওয়েব পোর্টাল। রোজভ্যালি কাণ্ডে অর্থ তছরুপের মামলায় অতীতে অবশ্য সন্ধানবাবুকে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু তিনি নিজে হাজির না হয়ে নিজের হিসেব রক্ষককে ইডির দফতরে পাঠিয়েছিলেন।ওই পোর্টালের দাবি যে এবার শ্রেয়া কুণ্ডুকে ডেকে পাঠাবে ইডি। তার কারণ হলো ২০১২-১৩ সালে পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে রোজভ্যালির বিলাসবহুল হোটেলের ইন্টিরিয়রের অধিকাংশ কাজের বরাত পেয়েছিল ইউনিটেনোকম নামে একটি সংস্থা৷সংশ্লিষ্ট সংস্থাকে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু কাজের বরাত বাবদ প্রায় ৭০ লাখ টাকা মিটিয়ে ছিলেন৷ ঘটনাচক্রে সংশ্লিষ্ট সংস্থার কর্ণধার স্বয়ং সাধনবাবুর মেয়ে শ্রেয়া৷ আর এই নিয়েই পিতা-কন্যাকে মুখোমুখি বসিয়ে জেরার করার জন্য দুজনকেই ডেকে পাঠানো হবে এই মাসের শেষের দিকে। ৭০ লাখ টাকার বিনিময়ে কি ধরণের ইন্টিরিয়রের কাজ করা হয়েছিল,বা এত টাকার কাজ আদেও হয়েছিল কিনা?যদিও এবিষয়ে সাধনবাবুর বলেছেন , ‘‘ডাকুক না৷ কি এসে যায়! ওদের কাছে আমারও কিছু প্রশ্ন আছে৷’’

যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!