এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপিতে যোগ দেওয়া সংখ্যালঘুদের নিয়ে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের

বিজেপিতে যোগ দেওয়া সংখ্যালঘুদের নিয়ে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের


গতকাল দলীয় কর্মসূচিতে মুর্শিদাবাদে গিয়ে জঙ্গিপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিতে যোগ দেওয়া সংখ্যালঘুদের নিয়ে শাসকদলের দিকে তীর দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও তীব্র সমালোচনা করেন। দিলীপবাবু জানান, মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘুরা বিজেপিতে যোগ দেওয়ায় তাদের উপর হামলা চালাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ফলে মুর্শিদাবাদে বুথ কমিটির কাজ পিছিয়ে রয়েছে। তবে পঞ্চায়েত ভোটে আমরা সব আসনেই প্রার্থী দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত। এই জেলায় বহু সংখ্যালঘু মানুষ বিজেপিতে যোগ দিয়েছেন, আর তাদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল। তিনি আরো বলেন, সর্বভারতীয় রাজনীতিতে ইমেজ তৈরি করতে রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক বিষয়ে না বুঝেই বিজেপির বিরোধিতা করেন। যুক্তি তর্কের ধার ধারেন না। তবে দিলীপবাবুর এহেন অভিযোগের পরেও শাসকদলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি এখনো পর্যন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!