এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের বোমা ফাটালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তুললেন গুরুতর অভিযোগ, জেনে নিন

ফের বোমা ফাটালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তুললেন গুরুতর অভিযোগ, জেনে নিন


কোরোনার জেরে চলছে দেশজুড়ে লকডাউন আর এই পরিস্থিতিতে ফের সংবাদ শিরোনামে প্রাক্তন তৃণমূল বিধায়ক ,রাজ্যের মন্ত্রী ও মেয়র শোভন চট্ট্যোপাধ্যায়ের বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতার মিল্লি আল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষাও বটে। জানা যাচ্ছে এদিন তিনি বিস্ফরোক অভিযোগ তোলেন।

কলকাতার একটি ওয়েব পোর্টালের খবর অনুযায়ী, কলকাতার মিল্লি আল আমিন কলেজের অতিথি অধ্যাপক, দারোয়ান, সাফাইকর্মীদের বেতন না পাওয়ার অভিযোগ তুলেছেন তিনি। বৈশাখী বলেন, তিনি শুনেছেন, তাঁর সহকর্মীরা লকডাউনে দুমুঠো খেতে তাঁদের শেষ সম্বল বেচে দিতে বাধ্য হচ্ছেন। এব্যাপারে তিনি মর্মাহত।আর এর জন্য তিনি কলেজের পরিচালন সমিতিকে দায়ী করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর দাবি , কলেজের প্রাণিবিদ্যা, উর্দু, ইসলামিক ইতিহাসের মহিলা অতিথি অধ্যাপকরা বেশ কয়েকমাস ধরে বেতন পাচ্ছেন না। এছাড়াও আংশিক সময়ের অন্য অধ্যাপক এবং কলেজের কর্মীদেরও বেতন নেই। এছাড়া উন্নয়নের নামে কলেজের ছাত্রছাত্রীদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে।

আর এই খবর সামনে আসতেই ফের সংবাদের শিরোনামে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কলেজ কতৃপক্ষ বা সরকারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!