এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পঞ্চায়েতকে কেন্দ্র করে বন্ধ হবে মৃত্যু মিছিল! আশার বাণী শোনালেন শুভেন্দু!

পঞ্চায়েতকে কেন্দ্র করে বন্ধ হবে মৃত্যু মিছিল! আশার বাণী শোনালেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় রাজ্যের বেশ কিছু স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করার কথা বলেছিল আদালত। তবে লাগাতার হিংসার কারণে বিরোধীদের পক্ষ থেকে আবার আদালতের দ্বারস্থ হয়ে গোটা ঘটনায় দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। যার ফলে রীতিমতো কড়া অবস্থান নিয়ে পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই পরিস্থিতিতে আদালতের এই নির্দেশের ফলে মৃত্যু মিছিল বন্ধ হবে বলেই আশা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, 48 ঘণ্টার মধ্যে যদি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে আসে, তাহলে বন্ধ হবে এই মৃত্যু মিছিল।

প্রসঙ্গত এদিন এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে মনোনয়নে অশান্তি এবং একের পর এক মৃত্যু মিছিল নিয়ে উমাপ প্রকাশ করেন তিনি তবে আদালতের নির্দেশের পর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলে এই মৃত্যু মিছিল বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “আদালত যে নির্দেশ দিয়েছে, তার ফলে যদি ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী রাজ্যের চলে আসে এবং তাদের কাজ শুরু করে, তাহলে মৃত্যু মিছিল বন্ধ হবে। আমার মনে হয়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার কারণে এই মৃত্যু মিছিল বন্ধ হয়ে যাবে।”

অর্থাৎ এতদিন বিরোধীদের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশ দিয়ে কোনোমতেই অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে না বলে দাবি করা হয়েছিল। আর এবার আদালতের পক্ষ থেকে গোটা রাজ্যে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিতেই রীতিমতো খুশি বিরোধীরা। যার ফলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলে রাজ্যে সন্ত্রাস এবং মৃত্যু মিছিল বন্ধ হয়ে যাবে বলেই বড় আশা প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!