এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ৪২ টি লোকসভা কেন্দ্রের বিস্তারিত নিতে রাজ্যে আসছেন অমিত শাহের খাস প্রতিনিধি

৪২ টি লোকসভা কেন্দ্রের বিস্তারিত নিতে রাজ্যে আসছেন অমিত শাহের খাস প্রতিনিধি

তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই বাংলায় নিজেদের অস্তিত্ব জানান দিতে লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিভিন্ন সময়ে অবতীর্ণ হচ্ছে বিরোধী দল বিজেপি। বস্তুত, যখন কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করতে বিরোধী মহাজোটের অন্যতম নেতৃত্বের ভূমিকায় রয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময়ই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই বাংলায় সেই তৃণমূলের প্রতিই প্রবল চাপ সৃষ্টি করতে মরিয়া মোদী-শাহ জুটি।

আর তাইতো বিভিন্ন সময় বাংলাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি নেওয়ার জন্য রাজ্যের বিজেপি নেতৃত্বকে নির্দেশ দিচ্ছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপির শীর্ষ নেতৃত্বের আশা, সব ঠিক থাকলে এই বাংলা থেকে তাঁরা আগামী লোকসভা নির্বাচনে ২২ টি আসন নিজেদের ঝুলিতে পুড়তে সক্ষম হবে। বিশেষজ্ঞদের মতে, রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি নিয়েও যে ভাবে পিছিয়ে আসতে হচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্বকে তাতে অনেকটাই অস্বস্তিতে তাঁরা। সম্প্রতি রথযাত্রা কর্মসূচিকে ঘিরে তার কিছুটা আভাসও পাওয়া গেছে। কিন্তু এইভাবে তো বসে থাকলে চলে না!

তাই এবারে আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সাংগঠনিক দিক খতিয়ে দেখতে আজ বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবের নেতৃত্বাধীন ২০ জনের একটি বিশেষ প্রতিনিধি দল বঙ্গ সফরে আসছে। সূত্রের খবর, আজ পোর্ট ট্রাস্টের গেস্টহাউসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় এবং কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার সঙ্গে একটি বৈঠক করবেন ভূপেন্দ্র যাদব। পাশাপাশি রাজ্য বিজেপির মহিলা এবং যুব মোর্চার সঙ্গেও পৃথকভাবে বৈঠক করার কথা রয়েছে এই প্রতিনিধি দলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের পাখির চোখ করা এই বাংলায় ঠিক কতটা দলীয় সংগঠন মজবুত রয়েছে তা নিজের দূতদের পাঠিয়ে মেপে নিতে চান অমিত শাহ নিজে। আর তাই অমিত শাহেরই বিশ্বস্ত প্রতিনিধি হিসেবে ভূপেন্দ্র যাদব এই বঙ্গ সফরে এসে রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্র সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নেতাদের কাছ থেকে নেবেন বলে খবর। এদিকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও বিজেপির রাজনৈতিক কর্মসূচি আরও বেশি করে তুলে ধরতে এবং মানুষের সঙ্গে সোশ্যাল সাইটের মাধ্যমে আরও গভীর সম্পর্ক তৈরি অত্যন্ত জরুরি মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ত্ব।

ফলে, ভূপেন্দ্র যাদবের সঙ্গে বিজেপির আইটি সেলের বিশেষজ্ঞরাও এই বঙ্গ সফরে আসছেন। এদিন এই প্রতিনিধিদলের বঙ্গ সফর প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, “মূলত লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই এই সফর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের একদম কাছে কিভাবে পৌঁছে যাওয়া যায় সেই বিষয়ে বিশদ আলোচনা হবে”। সব মিলিয়ে ভূপেন্দ্র যাদবের নেতৃত্বাধীন বিজেপির প্রতিনিধি দল বঙ্গ সফরে এসে দলের সাংগঠনিক অবস্থা নিয়ে অমিত শাহকে ঠিক কি রিপোর্ট দেন এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!