এখন পড়ছেন
হোম > জাতীয় > মুকুল-লাইন ধার করেই কি রাজস্থানের নির্বাচন জয়ের পরিকল্পনায় গেরুয়া-শিবির

মুকুল-লাইন ধার করেই কি রাজস্থানের নির্বাচন জয়ের পরিকল্পনায় গেরুয়া-শিবির

কদিন আগেই বাংলায় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গে গিয়ে শাসক তৃনমূলের ভোটে থাবা বসাতে প্রত্যেককে বিনামূল্যে মোবাইল ফোন দেওয়ার কথা ঘোষনা করেছিলেন বিজেপি নেতা মুকুল রায়। এবার বঙ্গ-বিজেপি নেতার সেই পথ ধরেই রাজস্থানে আসন্ন বিধানসভা ভোটে জনসমর্থন নিজেদের হাতে রাখতে সেই মোবাইলেই ভরসা বিজেপির বসুন্ধরা রাজে সরকারের।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই রাজস্থানের বিজেপি সরকারকে নিয়ে জনমানসে তৈরি হয়েছে প্রবল অসন্তোষ – বলে ইতিমধ্যেই বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে। এমনকি, কৃষকদের দুরাবস্থা নিয়ে কংগ্রেসের তোপের মুখে পড়ে সেখানে যথেষ্ট চাপে রয়েছে গেরুয়া শিবির বলেও দাবি বিরোধী শিবিরের। তার ওপরে ঋণে জর্জরিত হয়ে পড়েছে সরকার বলেও দাবি একাংশের।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তাই এহেন পরিস্থিতিতে সামনের বিধানসভা নির্বাচনে জিততে এক অভিনব প্রতিশ্রুতি দিলেন রাজস্থানের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। সূত্রের খবর, রাজ্যের মানুষের মন পেতে এবার দারিদ্রসীমার নীচে বসবাসকারী রাজ্যের সমস্ত মহিলাদের বিনামূল্যে মোবাইল ফোন দেওয়ার কথা ঘোষনা করলেন তিনি। তবে শুধু মোবাইল ফোন নয়, রাজ্যের পাঁচ হাজার পঞ্চায়েতে নিখরচায় ওয়াইফাই পরিষেবা দেওয়ার কথাও এদিন ঘোষনা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।

তবে সরকারের এহেন কল্পতরু হওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে এদিন বিজেপিকে কটাক্ষ করেছে কংগ্রেস। তবে বিজেপির দাবি, এই প্রথম নয়, গত মাস থেকে ই-ওয়ালেট পরিষেবাও চালু করেছেন তাঁরা। কেন্দ্রের ডিজিটাল প্রকল্পের অধীনের এই সব উদ্যোগে রাজ্যবাসী আরও উপকৃত হবে। রাজনৈতিক মহলের মতে, এখন নির্বাচনে জিততে মধ্যপ্রদেশে গরুর পরে এবার রাজস্থানে বিনামূল্যে মোবাইল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মসনদে বসতে চায় গেরুয়া শিবির। বিজেপির এই ‘ডিজিটাল-ফর্মুলা’ আসন্ন নির্বাচনে কতটা কাজে আসে এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!