বাজেট নিয়ে এবার পথে নামলো বিজেপি রাজ্য February 5, 2018 রাজ্য কেন্দ্র দু তরফেরই বাজেট পেশ হয়ে গেছে।আর তা নিয়ে বিরোধিতার শেষ নেই। দুজন ই দুজনকে বিঁধতে ব্যাস্ত। দুতরফেই বলা হচ্ছে যে তাদের বাজেটই জনকল্যাণ মূলক।এবার সেই বাজেটকে নিয়েই পথে নামলো বিজেপি। এদিন বিজেপির তরফ থেকে দাবি করা হয় যে কেন্দ্রীয় সরকার জনকল্যাণ মূলক বাজেট পেশ করেছে কিন্তু রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষকে ক্রমাগত ভুল বোঝাচ্ছে। বিজেপির দাবি যে অর্থনৈতিক দিক থেকে দেশে সমতা আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র।এছাড়া এই বাজেটে কৃষকদের উন্নতি,গ্রামীণ এলাকার উন্নতির জন্যও একগুচ্ছ প্রকল্প নেওয়া হয়েছে।কিন্তু মানুষকে ক্রমাগত ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার।তাই বঙ্গ বিজেপির হুগলী জেলা শাখা এর প্রতিবাদে পথে নামল।এদিন তারা সকাল ১১ টা থেকে মিছিল করেন। মিছিল শুরু হয় পোলবার বাড়ল মোর থেকে আর শেষ হয় আখনা গ্রামে। মিছিলের নেতৃত্ব দেন বঙ্গ বিজেপির হুগলী জেলা সম্পাদক সুরেশ সাউ। মিছিলে তারা দাবি তুলেছেন যে, “কেন্দ্র সরকার যে বাজেট পেশ করেছে তা অত্যন্ত জনকল্যাণকর। রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলের কর্মীরা সেই বাজেট সম্পর্কে জনসাধারণকে ভুল বোঝাচ্ছে।” আপনার মতামত জানান -