এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূলের সঙ্গে জোটের ব্যাপারে সিপিএমের মতানৈক্য , ভিন্নমত বিমান- সুজনের!

তৃণমূলের সঙ্গে জোটের ব্যাপারে সিপিএমের মতানৈক্য , ভিন্নমত বিমান- সুজনের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বাম বিরোধিতার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম হলেও, এখন সেভাবে সেই সিপিএমের বিরোধিতা করতে দেখা যাচ্ছে না তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বর্তমানে বিজেপির বিরোধিতা তার রাজনৈতিক পথচলার অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সেদিক থেকে যেকোনো সভা-সমিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন সিপিএমকে আক্রমণ করলেও, সেভাবে একুশে জুলাইয়ের মত গুরুত্বপূর্ণ তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি থেকে সিপিএমের বিরুদ্ধে একটিও মন্তব্য করতে দেখা যায়নি তাকে। বরঞ্চ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো যাতে এক ছাতার তলায় এসে মহাজোট গঠন করে, তার বার্তা দিয়েছেন তিনি।

সেদিক থেকে বাংলায় শূন্য হয়ে যাওয়া সিপিএমকে কিছুটা গুরুত্ব দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়ার বার্তা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিএমের প্রতি আক্রমণ থেকে সরে আসার এই কৌশল বলে মনে করছেন একাংশ। তবে যে তৃণমূলের সঙ্গে তাদের আদায় কাঁচকলায় সম্পর্ক, সেই তৃণমূলের সঙ্গে কি আগামী দিনে জোট গঠন করবে বামফ্রন্ট? ইতিমধ্যেই এই ব্যাপারে কৌশলী জবাব দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যেখানে বিজেপির বিরুদ্ধে যে কোনো শক্তির সাথে তারা জোট গঠন করতে রাজি বলে জানিয়ে দিয়েছেন তিনি।

তবে বামফ্রন্ট চেয়ারম্যান এই ব্যাপারে কথা বললেও এবং পরোক্ষ তৃণমূলের সঙ্গে জোট করার ব্যাপারে বার্তা দিলেও, তার সঙ্গে ভিন্নমত পোষণ করতে দেখা গেল সিপিএমের হেভিওয়েট নেতা সুজন চক্রবর্তীকে। স্বাভাবিকভাবেই একেই সিপিএমের শূন্য দশা। তার মধ্যে দুই হেভিওয়েট শীর্ষনেতার দুই ধরনের মন্তব্য কার্যত চাপের মুখে ফেলে দিল আলিমুদ্দিন স্ট্রিটকে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন বিমান বসুর কার্যত উল্টো লাইনে হেঁটে তৃণমূলের সঙ্গে যে কোনোভাবেই জোট করা হবে না, তা জানিয়ে দিয়েছেন সিপিএমের সুজন চক্রবর্তী। এদিন তিনি বলেন, “কোন দুঃখে তৃণমূলের সঙ্গে বামেরা এক হবে? বিজেপির বিরুদ্ধে তৃণমূল কবে লড়াই করল? বিজেপির সঙ্গে সরকার গড়েছে, জোট করেছে, এই রাজ্যে বিজেপিকে নিয়ে এসেছে। তিন থেকে বিধানসভায় বিজেপিকে 77 করেছে।” বলা বাহুল্য, গত লোকসভা নির্বাচনের সময় থেকেই রাজ্যে বিজেপির ব্যাপক উত্থান হতে শুরু করেছিল যেখানে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল সিপিএমের সব ভোট বিজেপির দিকে যাওয়ার কারণেই গেরুয়া শিবিরের এত বাড়বাড়ন্ত।

যদিও বা সিপিএমের পক্ষ থেকে পাল্টা জানিয়ে দেওয়া হয়েছিল, এর পেছনে একমাত্র দায়ী তৃণমূল কংগ্রেস। তবে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী দলের জায়গা দখল করার কারণে বাম এবং কংগ্রেস কার্যত শূন্য হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে তারা অস্তিত্ব সংকটে ভুগছে। সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা অনুযায়ী, আগামী দিনে বিজেপি বিরোধী মহাজোট গঠন হলে সেখানে তৃণমূলের সঙ্গে এক মঞ্চে দেখা যেতে পারে বামেদের বলে মনে করা হয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা সম্পূর্ণরূপে ধুলিস্যাৎ করে দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

বলা বাহুল্য, কিছুদিন আগেই বিজেপি বিরোধী যে কোনো শক্তির সঙ্গেই তারা জোট করতে রাজি বলে জানিয়ে দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কিন্তু বিমানবাবুর সেই মন্তব্যকে আমল না দিয়ে কোনোভাবেই যে তৃণমূলের সঙ্গে সিপিএম জোট করবে না, তা জানিয়ে দিলেন সুজন চক্রবর্তী। যার ফলে জাতীয় স্তরে আগামী দিনে সিপিএমের পথ চলা নিয়ে বাংলার দুই হেভিওয়েট নেতার দুই ধরনের মন্তব্য এখন চাপের মুখে ফেলে দিল সিপিএম নেতৃত্বকে। এমনিতেই তাদের সংগঠন ভেঙ্গে পড়েছে। তার মধ্যে যদি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে দুই নেতার মুখ থেকে দুই ধরনের বিবৃতি শোনা যায়, তাহলে তলায় তলায় যে সিপিএমের অন্তর্দ্বন্দ্ব ভয়াবহ আকার ধারণ করেছে, সেই বিষয়টিও স্পষ্ট হয়ে ফুটে উঠতে শুরু করবে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!