পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন সমস্যায় শাসকদল বিশেষ খবর রাজ্য December 12, 2017 এ যেন বিনা মেঘে বজ্রপাত। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রবল সমস্যায় শাসকদল আর তার পিছনে পঞ্চায়েত নির্বাচনের নতুন সংরক্ষণ নীতি। সূত্রের খবর আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ৫০% আসন মহিলাদের জন্য সংরক্ষিত হতে পারে, আর তারফলে প্রবল অসুবিধার সম্মুখীন হতে চলেছে সব রাজনৈতিক দলগুলিই। কিন্তু সমস্যা তীব্রতর শাসকদলের, কেননা বহু জায়গায় তৃণমূলের টিকিটে না জিতে পরে শাসকদলে যোগ দিয়ে বোর্ড শাসকদলের করা হয়েছিল। সূত্র মারফত জানা যাচ্ছে, সেই সময়েই দলের নেতৃত্ব তাঁদের পুনরায় নির্বাচনে দাঁড় করানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এবারের নির্বাচনের খসড়া সংরক্ষণ তালিকা প্রকাশিত হতেই সেই ছক ভেস্তে যেতে বসেছে, দেখা যাচ্ছে সিংহভাগ দাপুটে নেতার আসনই সংরক্ষণের আওতায় পড়েছে, ফলে আর তাঁরা নিজেদের জেতা আসনে ভোটে দাঁড়াতে পারবেন না। আগামী ১৬ ডিসেম্বর চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশ হওয়ার কথা, সেদিকেই তাকিয়ে আছেন নেতারা পরবর্তী পরিকল্পনার জন্য। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে সংরক্ষণ জাল ছিঁড়তে এখন থেকেই একাধিক ‘গেমপ্ল্যান’ ভেবে রাখা হচ্ছে। যার মধ্যে অন্যতম, সংশ্লিষ্ট প্রার্থীকে সংরক্ষণের বাধা না থাকা ওই ব্লকেরই পাশের আসন বা পার্শ্ববর্তী ব্লকের আসনে দাঁড় করিয়ে দেওয়া। এছাড়াও জেলা পরিষদে দলের সমস্ত বর্তমান সদস্যকে দাঁড় করাতে নিজেদের মধ্যে আসন বদলের পরিকল্পনাও করা হচ্ছে। কিন্তু এত করেও কতখানি সামাল দেওয়া যাবে সংরক্ষণের গেরো তা নিয়ে সন্দিহান দলের নেতারাই। আর তাই সব ছেড়ে এখন ভোটে দাঁড়ানোর অঙ্ক মেলাতেই ব্যস্ত সিংহভাগ নেতা বলে জানা যাচ্ছে, সবাই তাকিয়ে ১৬ ডিসেম্বরের দিকে। আপনার মতামত জানান -