এখন পড়ছেন
হোম > জাতীয় > Big Breaking, নির্বাচনের শংসাপত্র নিয়ে বিশেষ নির্দেশিকা নির্বাচন কমিশনের

Big Breaking, নির্বাচনের শংসাপত্র নিয়ে বিশেষ নির্দেশিকা নির্বাচন কমিশনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য তথা দেশের বর্ধিত করোনা সংক্রমনের কথা মাথায় রেখে এবার বিজয় মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গণনার আগে বা পরে কোনরকম বিজয় মিছিল বের করা যাবে না। এবার নির্বাচনের শংসাপত্র নিয়েও বিশেষ নির্দেশ জারি করলো নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভোট গণনার পর গণনা কেন্দ্রে রিটার্নিং অফিসারের কাছ থেকে শংসাপত্র নিতে বিজয়ী প্রার্থী বা তাঁর মনোনীত কোন ব্যাক্তির সঙ্গে সর্বাধিক দুজন থাকতে পারবেন। এর বেশি কাউকে গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। করোনা সংক্রমনের কারণে অধিক জনসমাগম এড়াতেই এই ধরনের নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচন কমিশনের এই নির্দেশ সম্পর্কে রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানালেন যে, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে তাঁরা মেনে নেবেন। অন্যদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তবে ভালো।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!