এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুল রায়ের বিরুদ্ধে এবার একের পর এক পরিকল্পনা সারা গেরুয়া শিবিরের, বাড়ছে চাঞ্চল্য

মুকুল রায়ের বিরুদ্ধে এবার একের পর এক পরিকল্পনা সারা গেরুয়া শিবিরের, বাড়ছে চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভার নির্বাচনের সময়কাল থেকেই বোঝা যাচ্ছিল, মুকুল রায়কে নিয়ে বিজেপির অন্দরে কোথাও একটা তাল কেটেছে। কার্যত মুকুল রায় ভোটের আগে এবং পরে দলে নিষ্ক্রিয় অবস্থায় ছিলেন। কৃষ্ণনগর উত্তর থেকে ভোটে জেতার পরেও কোনো উৎসাহ দেখাননি তিনি। তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল মুকুল রায়ের দলবদল নিয়ে। এবং সেই গুঞ্জনকে সর্বতোভাবে সত্য প্রমাণিত করে মুকুল রায় যোগ দিয়েছেন তৃণমূলে। কিন্তু এখনো পর্যন্ত মুকুল রায় বিজেপি বিধায়ক হিসেবে বিধানসভার আসন অলংকৃত করেছেন। আর এখানেই তীব্র অস্বস্তি শুরু হয়েছে গেরুয়া শিবিরের। অন্যদিকে এই যুক্তিকে পাথেয় করে মুকুল রায় হয়েছেন বিধানসভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান।

এবং এই নিয়ে শুরু হয়েছে তীব্র দ্বন্দ্ব। কার্যত মুকুলের বিরুদ্ধে কিভাবে আক্রমণ শানানো যায় তাই নিয়েই এবার গেরুয়া শিবির ভাবনাচিন্তা শুরু করেছে। বিজেপির দাবি, মুকুল রায় যা করলেন তাতে তাঁর রাজনৈতিক ভাবমূর্তি কিন্তু যথেষ্টই কালিমালিপ্ত হয়েছে। পাশাপাশি, রাজনৈতিক ক্ষেত্রে নৈতিকতার প্রসঙ্গ উঠলে কার্যত মুকুল রায় 0 পাবেন বলে অভিমত গেরুয়া শিবিরের। অন্যদিকে মুকুল রায়ের স্মৃতি মুছে ফেলতে বিজেপি এবার একের পর এক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই আরএসএসের গোলটেবিল বৈঠক শুরু হয়েছে মধ্যপ্রদেশের চিত্রকূটে। আর সেখানেই সিদ্ধান্ত হয়েছে বাংলার দায়িত্ব থেকে মুকুল ঘনিষ্ঠ আরএসএসের প্রদীপ জোশিকে সরিয়ে দেওয়ার।

বর্তমানে প্রদীপ জোশীর উপর দায়িত্ব দেওয়া হয়েছে চণ্ডীগড়ের। বরাবরই মুকুল ঘনিষ্ট প্রদীপ জোশীকে নিয়ে দিলীপ শিবিরের একটা আপত্তি ছিল। আর সেই আপত্তিকেই কার্যত মান্যতা দিল এবার আরএসএস। একইসাথে মুকুল ঘনিষ্ঠ নেতাদের এবার বিজেপি থেকে সরানোর পরিকল্পনা চলছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে, মুকুল রায় বিজেপি থেকে চলে যাবার পর একের পর এক নেতা বেসুরো হচ্ছেন, যাদের অনেকেই মুকুল ঘনিষ্ঠ বলেই জানা যায়। তার মধ্যে অন্যতম হলেন সৌমিত্র খাঁ এবং সব্যসাচী দত্ত। বর্তমানে গেরুয়া শিবিরের বিতর্কিত নেতাদের মধ্যে অন্যতম হলেন সৌমিত্র খাঁ। রাজ্য বিজেপির যুব সভাপতি হিসেবে তিনি আর কদিন টিকতে পারেন, তা নিয়েও চলছে ব্যাপক জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি সব্যসাচী দত্ত বিধানসভা নির্বাচনের পর থেকেই ক্রমাগত গেরুয়া শিবিরে বেসুরো হয়ে উঠেছেন। এই অবস্থায় তাঁকেও বিজেপি দলছাড়া করতে পারে বলেই শোনা যাচ্ছে। তবে তিনি বিজেপি থেকে বেরিয়ে গেলে তৃণমূল তাঁকে গ্রহণ করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ইতিমধ্যেই কিন্তু সব্যসাচী দত্তের নির্বাচনী বিরোধী অর্থাৎ তৃণমূল নেতা সুজিত বসু এ ব্যাপারে তীব্র আপত্তি জানিয়েছেন। অন্যদিকে বিধানসভায় মুকুল রায়কে কোণঠাসা করার উদ্যোগ নিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর নেতৃত্বে অন্যান্য বিজেপি বিধায়করা।

কার্যত শাসক দলের ওপর ব্যাপকভাবে চাপ সৃষ্টি করাই মূল লক্ষ্য গেরুয়া শিবিরের। সেক্ষেত্রে মুকুল রায়কে বেকায়দায় ফেলতে পারলে রাজ্যের ওপর চাপ সৃষ্টি করা অনেকটাই যে সহজ হবে, তা এককথায় মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে বিজেপি একের পর এক পরিকল্পনা করলেও মুকুল রায় সেই অর্থে কিন্তু পিছিয়ে যাওয়ার নয়। তাঁর কাছেও কিন্তু একের পর এক মাস্টারস্ট্রোক রেডি আছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!