এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পেট্রোপণ্যে কর ছাড়ের দাবিতে বিজেপির আন্দোলনকে কটাক্ষ মমতার, একের পর এক অভিযোগ কেন্দ্রের প্রতি

পেট্রোপণ্যে কর ছাড়ের দাবিতে বিজেপির আন্দোলনকে কটাক্ষ মমতার, একের পর এক অভিযোগ কেন্দ্রের প্রতি


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পেট্রোল-ডিজেলের ব্যাপক মূল্য বৃদ্ধি থেকে মানুষকে কিছুটা রেহাই দিতে পেট্রোপণ্যের উপর এক্সাইজ ডিউটি কমিয়ে দিয়েছে কেন্দ্র। এর ফলে পেট্রোলের দাম ৫ টাকা ও ডিজেলের দাম ১০ টাকা কমেছে। কেন্দ্রের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে রাজ্যগুলিও যেন পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়ে দেয়। এরপর একাধিক বিজেপি শাসিত রাজ্য কেন্দ্রের আরজিতে সাড়া দিলেও, সে পথে হাঁটেনি তৃণমূল শাসিত বাংলা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল পথে নেমেছে রাজ্য বিজেপি। বিজেপির এই আন্দোলন নিয়ে আজ বিজেপিকে প্রবল কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, কেন্দ্র সরকার সাধারণ মানুষের জন্য কোন কিছুই করেনি। তার ওপরে বিজেপি আবার কথায় কথায় আন্দোলন করছে। বিজেপি আন্দোলনের আ জানেনা। রাজ্য সরকারকে সব কিছুই দিতে হবে? কেন্দ্র দাম বাড়াবে, আর রাজ্য সরকারকে রাজ্য বিক্রি করে কেন্দ্রকে টাকা দিতে হবে? কেন্দ্র ৪ লক্ষ কোটি টাকা আয় করেছে। সেই টাকা রাজ্যগুলির মধ্যে ভাগ করে দেয়া হোক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, এত বেশি করে পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়ছে। মানুষের টাকা পয়সা রুদ্ধ করে দেয়া হয়েছে। চার লক্ষ কোটি টাকা কেন্দ্র পেট্রোল ডিজেল গ্যাসের দাম থেকে লাভ করেছে। নিজেদের রাজ্যে হাজার হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। তেলের দাম কমিয়ে দেয়া হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের কেন্দ্র টিকাও দেয় না, টাকাও দেয় না। এরপরও ডিজেলের দামে এক টাকা ছাড় দেয়া হয়েছে। এর থেকে বেশি কোথায় পাবেন?

মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়ে দেওয়ার সম্ভাবনা, এ রাজ্যে নেই বললেই চলে। সে ক্ষেত্রে কেন্দ্রের পক্ষ থেকেও কর কমিয়ে দেয়া হলেও রাজ্যের পক্ষ থেকে কর না কমানোর ফলে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি থেকে মানুষের খুব একটা রেহাই মিলবে না। তাই অনেকেই প্রশ্ন করেছেন যে, যে তৃণমূল সরকার বারবার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে ,আজ কেন সেই সরকার পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়ে দিয়ে মানুষের সুরাহা করছে না?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!