এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “আমাদের লজ্জা লাগছে” মমতার লজ্জাবোধ নিয়ে বড়সড় প্রশ্ন সুকান্তর! চাপে কমিশন!‌

“আমাদের লজ্জা লাগছে” মমতার লজ্জাবোধ নিয়ে বড়সড় প্রশ্ন সুকান্তর! চাপে কমিশন!‌


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বকে কেন্দ্র করে অশান্তি এবং প্রাণ চলে যাওয়ার ঘটনা নানা প্রশ্ন তুলে দিয়েছে। ইতিমধ্যেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালতের পক্ষ থেকে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই মনোনয়ন পর্বে অশান্তি এবং হামলার অভিযোগ উঠছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর লজ্জাবোধ নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তার দাবি, কমিশন আদালতে কানমলা খাচ্ছে, এতে আমাদের লজ্জা লাগছে। তবে মুখ্যমন্ত্রীর লজ্জা লাগছে কিনা, আমরা বলতে পারছি না।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে নির্বাচনের মনোনয়নে অশান্তি নিয়ে কমিশনকে কটাক্ষ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “নির্বাচন কমিশন বুঝতে পারছে না, কোনটা স্পর্শকাতর এলাকা! আজকে কমিশন আদালতে কানমলা খাচ্ছে। আপনারা সবাই দেখেছেন। এতে আমাদের লজ্জা লাগছে। কিন্তু মুখ্যমন্ত্রীর লজ্জা লাগছে কিনা, আমরা বলতে পারছি না।”

অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন সরকারের কথা মতো চলছে বলে আরও একবার বুঝিয়ে দিতে চাইলেন বিজেপির রাজ্য সভাপতি। যেভাবে পঞ্চায়েত নির্বাচনে অশান্তির ঘটনায় রাজ্যের বদনাম হচ্ছে, তাতে প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিলেন সুকান্ত মজুমদার। যার ফলে রাজ্য নির্বাচন কমিশন যেমন চাপের মুখে পড়ে গেল, ঠিক তেমনই রাজ্য সরকারকেও চাপের মুখে ফেলে দিলেন বিজেপি সাংসদ। অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!