এখন পড়ছেন
হোম > রাজনীতি > ভাঙ্গড় থেকে চোপড়া, মনোনয়নে লাগাতার হিংসা নিয়ে আশঙ্কায় সুকান্ত!

ভাঙ্গড় থেকে চোপড়া, মনোনয়নে লাগাতার হিংসা নিয়ে আশঙ্কায় সুকান্ত!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নে অশান্তিকে কেন্দ্র করে প্রথম দিন থেকেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। মনোনয়নের প্রথম দিনে যেমন এক বিরোধী কর্মীর প্রাণ দিয়েছে, ঠিক তেমনই শেষ দিনেও ভাঙ্গরে এক আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে বড়সড় আশঙ্কা প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি। তার আশঙ্কা, এখনই যদি এরকম চলতে থাকে, তাহলে নির্বাচনের শেষে এবং গণনার দিন পর্যন্ত কত কর্মীর প্রাণ যাবে, তা কেউ জানে না।

প্রসঙ্গত, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যেখানে মনোনয়নের শুরু থেকে শেষ দিন পর্যন্ত লাগাতার হিংসা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “ভাঙ্গরে হিংসার পরিবেশ। আজকে চোপড়াতে আমাদের এক নাগরিক খুন হয়েছেন। মনোনয়নের শুরুর দিন একজন খুন হয়েছেন। আজকে শেষের দিনেও একজন খুন হলেন। ভবিষ্যতে ভোট এবং তারপর গণনার দিন পর্যন্ত এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে, তা কেউ জানে না।”

বলা বাহুল্য, পঞ্চায়েতে মনোনয়নে যেভাবে হিংসার ঘটনা ঘটেছে, তাতে রীতিমতো আতঙ্কিত বিরোধী দলগুলো। তাদের দাবি, এখনই যদি এই ধরনের ঘটনা ঘটতে শুরু করে, তাহলে নির্বাচন কি করে শান্তিপূর্ণ পরিবেশে হবে! নির্বাচনের দিন তাহলে আরও প্রচুর মানুষ খুন হতে পারেন বলে আশঙ্কা বিরোধী শিবিরের। আর এই পরিস্থিতিতে সেই আশঙ্কার কথাই ব্যক্ত করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!