এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তপশিলিদের ভোট পেতে নতুন নাটক ভাইপোর! ফল অশ্বডিম্ব, স্পষ্ট বোঝালেন শুভেন্দু!

তপশিলিদের ভোট পেতে নতুন নাটক ভাইপোর! ফল অশ্বডিম্ব, স্পষ্ট বোঝালেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূলের যুবরাজ, যিনি কথায় কথায় অনেক বড় বড় ডায়লগ ও দেন, যিনি বলেন যে, ভোট এলেই নাকি বিরোধীরা ভোট পাখি হয়ে যায়! সেই যুবরাজ এবার মুখটা লুকোবেন কোথায়? এতদিন তো ভোট ছিল না। তখন তো তৃনমূলের তপশিলি জাতি, উপজাতির মানুষদের কথা মনে পড়েনি। যেই লোকসভা ভোটের দামামা বাজবে, অমনি তিনি ঘটা করে সেই সম্প্রদায়ের মানুষদের নিয়ে নজরুল মঞ্চে একটি বৈঠক ডাকলেন। সেখানে একটি নতুন কর্মসূচির ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। এখন প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক দল, তাদের যে কোনো কর্মসূচি করতেই পারে। কিন্তু এত পরে কেন? যখন ভোট এসেছে, তখন কেন এই কর্মসূচি করার কথা মনে পড়লো এই রাজ্যের শাসক দলের! তারা নাকি ভোট পাখি নয়! তাহলে এটা তাদের কোন মানসিকতার পরিচয়?

তপশিলিদের ভোট পাওয়া জন্যই কি তৃণমূলের এই চেষ্টা? যদি তাই হয়, তাহলে কিন্তু তৃণমূল অশ্বডিম্ব ছাড়া আর কিছুই পাবে না। যার কারণ একটাই যে, এতদিন বাংলায় এই তপশিলি জাতি উপজাতির মা-বোনেদের ওপর যে পরিমাণ অত্যাচার হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, তা তারা ভুলে যায়নি। তাই ভোট বাক্সে সেই সমস্ত সম্প্রদায়ের মানুষরা আর যাই হোক, তৃণমূলকে সমর্থন করবেন না। সেদিক থেকে তৃণমূলের স্বনামধন্য ভাইপোর এই চেষ্টা জলে গেল বলেই মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী যে কথা বললেন, তা আরও গাড্ডায় ফেলে দিল তৃণমূল কংগ্রেসকে।

প্রসঙ্গত, এদিন তফসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মানুষদের নিয়ে নজরুল মঞ্চে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে ভোট পেতেই যে এই বৈঠক, সেটা নতুন করে বলতে হবে না। তবে এই বৈঠক করে যদি তৃণমূল কংগ্রেস ভেবে নেয় যে, তাদের দিকে তপশিলি সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। কেন এই কথা বলা হচ্ছে? সোজা কথায় কয়েকটি তথ্য তুলে ধরে রাজ্যের বিরোধী দলনেতা যে কথা বললেন, তারপর এমনটা বলাটাই স্বাভাবিক। কারণ এই তৃণমূল কংগ্রেস তাদের নেত্রী তপশিলি সম্প্রদায়ের বিশিষ্ট মানুষদের সম্পর্কে কি কথা বলেছেন, সেটা সকলেই জানে। কখনও মতুয়া সম্প্রদায়ের গুরুচাঁদ ঠাকুরকে অপমান আবার কখনও বা রাজবংশীদের অপমান করার অভিযোগ উঠেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। শুধু কি তাই? সন্দেশখালিতে যে ঘটনা ঘটে গিয়েছে, কিছুদিন আগে যেখানে মা-বোনেরা তাদের নির্যাতনের কথা প্রকাশ্যে বলেছেন, সেখানেও দেখা গিয়েছে যে, সব থেকে বেশি হিন্দু ঘরের এই তপশিলি সম্প্রদায়ের মা-বোনেরাই কিন্তু অত্যাচারিত হয়েছেন। তাই তাদের রাগ যে তৃণমূলের প্রতি রয়েছে, এটা তৃণমূলও খুব ভালো মত জানে। সেই কারণেই ভোটের আগে তারা সেই সম্প্রদায়ের মানুষের মন পেতে একটা নাটক করার চেষ্টা করছে। তবে এসবে যে এবার আর কোনো কাজ হবে না, সেটা স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পর্যবেক্ষকদের মতে, রাজনীতিতে এভাবে নাটক করেই টিকে থাকতে চাইছে এই রাজ্যের শাসক দল। যখনই ভোট আসে, তখনই তারা যে সম্প্রদায়ের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই সম্প্রদায়কে নিয়ে নতুন কোনো পরিকল্পনা করার চেষ্টা করে। কিন্তু অতীতে মানুষকে অনেক বুজরুকি দেওয়া হয়েছে, অনেক চালাকির টুপি তাদের মাথাতে পরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার সেটা হবে না। মানুষ এই দলের ওপর সম্পূর্ণরূপে বিরক্ত। সেই কারণে তফসিলী সম্প্রদায়ের ভোটের ওপর যে অনেক কিছু নির্ভর করছে এবং এই ভোট যে বিজেপির দিকে চলে গিয়েছে, সেটা বুঝতে পেরেই তৃণমূলের যুবরাজ যিনি রাজনীতিতে পাতি নেতা বলে পরিচিত, তিনি বড় পরিকল্পনা করেছেন। কিন্তু সবটাই যে অশ্বডিম্ব হিসেবে দেখা দেবে, সেটা ভোটবাক্স খোলার পরেই স্পষ্ট হয়ে যাবে। কারণ এখন ভোটের আগে দরদ দেখিয়ে কোনো লাভ করতে পারবে না তৃণমূল কংগ্রেস। যখন এই সম্প্রদায়ের মানুষরা প্রতি মুহূর্তে তৃণমূলের নেতাদের দ্বারা অত্যাচারিত হয়েছে, তাদেরকে অপমান করা হয়েছে, তখন এই সমস্ত পরিকল্পনার কথা কেন ভাইপোর মাথায় ছিল না? সেই প্রশ্ন উঠছে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!