এখন পড়ছেন
হোম > জাতীয় > শাসনকার্যে অপারগতার অভিযোগে অপসারণের দাবি বিজেপি শাসিত রাজ্যের দাপুটে মুখ্যমন্ত্রীর

শাসনকার্যে অপারগতার অভিযোগে অপসারণের দাবি বিজেপি শাসিত রাজ্যের দাপুটে মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপি শাসিত রাজ্য কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার কুরসি নিয়ে যথেষ্ট আশঙ্কা দেখা দিয়েছে। কর্ণাটক বিজেপি মূলত দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীর বিরোধীপক্ষ তাঁর অপসারণ চেয়ে দিল্লির শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছে। বিরোধী পক্ষের দাবি, দলের কেন্দ্রীয় নেতৃত্ব বিএস ইয়েদুরাপ্পাকে অপসারণের নির্দেশ দিয়েছেন। তবে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা সাফল্যের সঙ্গেই নিজের কাজ করছেন।

প্রসঙ্গত, কর্ণাটকে বেশ কিছুদিন ধরে মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে সরব হয়ে উঠেছে তাঁর বিরোধী গোষ্ঠীর নেতারা। যা নিয়ে কর্নাটকে গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে বিজেপির। বিএস ইয়েদুরাপ্পার অপসারণের দাবি করে একদিকে যেমন ব্যাঙ্গালুরুতে বৈঠক বসেছে, অন্যদিকে তেমনি বিজেপির দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন ইয়েদুরাপ্পার বিরোধী গোষ্ঠীর নেতারা। ফলে সমস্যা দিনদিন বাড়ছে মুখ্যমন্ত্রীর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর শাসন পদ্ধতি অনেকেই মেনে নিতে পারেননি। এ বিষয়ে কেন্দ্রের কাছে অভিযোগ করেছেন তাঁরা। তাঁরা অভিযোগ করেছেন, নিজের দায়িত্ব পালন করতে অপারগ বিএস ইয়েদুরাপ্পা। তিনি কারোর কথার গুরুত্ব দেন না, নিজে এককভাবে সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই অভিযোগের পর কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে মন্ত্রিত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বলে, দাবি করা হয়েছে বিরোধী গোষ্ঠীর পক্ষ থেকে।

তবে, বিরোধী গোষ্ঠীর এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানালেন
মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল। এ প্রসঙ্গে কর্নাটকের বিজেপি ইউনিট প্রেসিডেন্ট অরুণ সিং জানালেন, মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার অপসারণের খবর তিনি জানেন না। তিনি জানান, মুখ্যমন্ত্রী সাফল্যের সঙ্গেই তাঁর কাজ করছেন। তিনি তাঁর মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে থাকবেন। এবার এ বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয়? সে দিকেই দৃষ্টি রয়েছে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!