এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘ছেড়ে দিলেও যেতে দেব না’ অমিত মিত্রকে নিয়ে নাছোড়বান্দা মমতা!

‘ছেড়ে দিলেও যেতে দেব না’ অমিত মিত্রকে নিয়ে নাছোড়বান্দা মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কোনোমতেই অমিত মিত্রকে ছাড়তে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। পর পর দুই তৃণমূল সরকারের আমলে রাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন অভিজ্ঞ এই অর্থনীতিবিদ। কিন্তু 2021 এর বিধানসভা নির্বাচনে লড়াই করতে দেখা যায়নি তাকে। যার ফলে এবার অর্থমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্তু নির্বাচনে লড়াই না করলেও রাজ্যের তৃতীয় তৃণমূল সরকারের অর্থমন্ত্রী হিসেবে শপথ নিতে দেখা যায় অমিত মিত্রকে। তবে বাড়ি থেকেই ভার্চুয়ালি শপথ নেন তিনি। মূলত, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে সেভাবে আর বাড়ি থেকে বের হতে দেখা যাচ্ছে না রাজ্যের বর্তমান অর্থমন্ত্রীকে। বেশ কিছু শারীরিক সমস্যা বাসা বেধেছে। তাই সেই কারণে এবারের নির্বাচনে লড়াই করেননি তিনি।

তবে তার গুরুত্ব যে রাজ্য মন্ত্রিসভায় অপরিসীম, তাই সেই কথা অনুভব করে তাকেই আবারও অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সম্প্রতি একটি খবর প্রকাশ্যে আসে। যেখানে জানা যায়, রাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব আর সামলাতে চান না অমিত মিত্র। এক্ষেত্রে শারীরিক কারন তার সবথেকে বড় অন্তরায় বলে জানিয়ে দিয়েছেন তিনি‌। তবে এই খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসার সাথে সাথেই অমিত মিত্রকে কোনোভাবেই যে তিনি তৃণমূল সরকারের থেকে বিদায় নিতে দেবেন না, তা একপ্রকার স্পষ্ট হয়ে গেল। জানা গিয়েছে, মন্ত্রী হিসেবে না থাকলেও অমিতবাবুকে যাতে অর্থ দপ্তরের পরামর্শদাতা বা উপদেষ্টা পদে রাখা যায়, তার জন্য চিন্তা ভাবনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ অভিজ্ঞ এই অর্থনীতিবিদকে সামনে রেখেই রাজ্যের লক্ষীর ভান্ডার ঠিক রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী।

তবে এক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। এরকম কোনো নিয়ম আদৌ কি আছে, যেখানে মন্ত্রী না থেকে পরামর্শদাতা বা উপদেষ্টা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে? একাংশ বলছেন, মন্ত্রী হওয়ার ছয় মাসের মধ্যে যদি অমিত মিত্র কোনো নির্বাচনে প্রতিদ্বন্দীতা না করেন, তাহলে তাকে এমনিতেও মন্ত্রী পদ ছেড়ে দিতে হবে। তবে বর্তমানে যা শারীরিক অবস্থা, তাতে তিনি বাড়ির বাইরে বের হতে পারছেন না। তাই সেদিক থেকে নির্বাচনের দামামা বেজে গেলে কিভাবে মাঠে ময়দানে নেমে প্রচার প্রক্রিয়ায় যুক্ত হবেন অমিত মিত্র, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে নিজের শারীরিক অসুস্থতার কথা চিন্তা করে অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু কোনোভাবেই যে তাকে ছাড়বেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অবদানকে মাথায় রেখে যে রাজ্যের অর্থ দপ্তরকে ঠিক রাখতে অমিতবাবুকেই যে প্রয়োজন, তা ঘনিষ্ঠমহলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে একাংশ রসিকতা করে বলছেন, “যেতে চাইলেও ছেড়ে দেব না” অমিত মিত্রকে উদ্দেশ্য করে এখন এমন কথাই বলতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।”

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন অমিত মিত্রকে রাখবার জন্য সমস্ত রকম তৎপরতা অবলম্বন করছেন, তখন দেখার বিষয় এই ব্যাপারে অমিতবাবু কি সিদ্ধান্ত নেন! কেননা বর্তমান পরিস্থিতিতে রাজ্যের অর্থ দপ্তর কিছুটা হলেও টালমাটাল। বিভিন্ন দিক সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে অর্থ দপ্তরকে। আর তার মাঝেই যদি অভিজ্ঞ অমিতবাবু মন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান, তাহলে তার জায়গায় কাকে করা হবে অর্থমন্ত্রী, সেটা একটা বড় চ্যালেঞ্জ তৃণমূল সরকারের কাছে।

তাই অমিতবাবু মন্ত্রীপদ থেকে সরে গেলেও তাকে যাতে অর্থ দপ্তরের কোনো বড় দায়িত্বে বসানো যায়, সেই চেষ্টাই শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদনে অমিত মিত্র রাজি হন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!