এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দলের গোষ্ঠী কোন্দল নিয়ে বড়োসড়ো বার্তা বর্ষীয়ান বিজেপি নেতার, সংঘাত ভুলে এবার সমন্বয়ের সুর

দলের গোষ্ঠী কোন্দল নিয়ে বড়োসড়ো বার্তা বর্ষীয়ান বিজেপি নেতার, সংঘাত ভুলে এবার সমন্বয়ের সুর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকে তীব্র হয়ে উঠেছে বিজেপির গোষ্ঠী কোন্দল। একদিকে যেমন বিজেপিতে আদি- নব্যের দ্বন্দ্ব শুরু হয়েছে। অন্যদিকে তেমনি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যেতে পা বাড়িয়ে রয়েছেন নির্বাচনের কিছু পূর্বে দলে আসা একাধিক নেতা-নেত্রী। দলের এই পরিস্থিতি নিয়ে বারবার সরব হয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। এরপর দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দিল্লি গিয়েছিলেন তিনি। তবে, দিল্লি থেকে ফিরে সম্পূর্ণ ভিন্ন ধরনের বক্তব্য রাখতে দেখা যাচ্ছে তাঁকে। দলের গোষ্ঠী কোন্দলকে তেমন গুরুত্ব দিলেন না তিনি, পরিবর্তে দিলেন সমন্বয়ের বার্তা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচনের পর দলের গোষ্ঠী কোন্দল সহ একাধিক বিষয় নিয়ে বারবার সরব হয়েছেন বর্ষিয়ান বিজেপি নেতা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বিভিন্ন বিষয় নিয়ে বারবার সরব হয়েছিলেন তিনি সোশ্যাল মিডিয়াতে। বিধানসভা নির্বাচনে তারকা প্রার্থীদের টিকিট দেওয়া নিয়েও সরব হয়েছিলেন তিনি। তিনি অভিযোগ করেছিলেন, ভোট-পরবর্তী হিংসার সময় দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়র মত নেতারা দলের কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না।

এরপর, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে দিল্লি গিয়েছিলেন তথাগত রায়। দিল্লিতে শীর্ষ নেতৃত্ব তাঁকে তলব করেছিল বলে ইতিপূর্বে তিনি জানিয়েছেন। এরপর দিল্লি থেকে ফিরে গতকাল দলের গোষ্ঠী কোন্দল নিয়ে বিশেষ বক্তব্য রাখেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি জানালেন, দলে কোন্দল কিছুই হয়নি। বড় দলের মধ্যে এরকম কিছু হয়েই থাকে। এতে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। তিনি জানালেন, শুভেন্দু অধিকারী তাঁর পাশেই বসেছিলেন, যা কিছু হয়েছে তা অস্বাভাবিক কিছু নয়। কোন্দল গ্রামে হয়ে থাকে, বিজেপিতে এসব কিছু হয়নি। দিল্লি যাবার পরেই তথাগত বাবুর এই সুর বদল নিয়ে বিস্মিত রাজনীতি মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!