এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মতুয়া বাড়িতেই শাহের মধ্যাহ্নভোজ, মাটির থালায় ডাল-শুক্তোর সঙ্গে শেষ পাতে নলেন গুড়ের পায়েসও

মতুয়া বাড়িতেই শাহের মধ্যাহ্নভোজ, মাটির থালায় ডাল-শুক্তোর সঙ্গে শেষ পাতে নলেন গুড়ের পায়েসও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই বাংলায় পা রেখেছেন বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে বিজেপির সর্বভারতীয় চাণক্য বাংলায় মতুয়া সম্প্রদায়ের বাড়িতেই তাঁর মধ্যাহ্নভোজ সারতে চান। জানা গেছে, ইতিমধ্যেই অমিত শাহকে আপ্যায়ন করবার জন্য জোর প্রস্তুতি শুরু হয়েছে।

শুক্রবার নিউটনের জগতপুর শিমুলতলায় নবীন বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজ ছাড়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। যেখানে মেনুতে শুক্তো থেকে শুরু করে নলেন গুড়ের পায়েস এবং শেষে থাকবে ফল। ইতিমধ্যেই এই ব্যাপারে নবীনবাবু এবং তার সহধর্মিণী যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এমনকি বাবা-মায়ের সাথে ঘর গোছানোর কাজে হাত লাগিয়েছেন তাদের 8 বছরের বাচ্চা মেয়ে নম্রতা।

মেনুতে ঠিক কী কী রয়েছে? জানা গেছে, অমিত শাহকে তারা হাতে বানানো আটার রুটির সঙ্গে ছোলার ডাল খাওয়াবেন। আর তার পরেই রয়েছে ভাত শুক্তো, মুগের ডাল, বেগুন ভাজা, জলপাইয়ের চাটনি, নলেন গুড়ের পায়েস। মেঝেতে বসেই অমিত শাহকে খাওয়ানোর ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এবং করোনা ভাইরাসের এই ভয়াবহ মুহূর্তে যাতে কেউ সংক্রমিত না হন, তার জন্য নবীনবাবু এবং তার পরিবারের করোনা পরীক্ষা করা হয়েছে। যেখানে প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে কথা। তিনি আসছেন। তাই তার নিরাপত্তায় বাড়তি তৎপরতা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই তাদের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী আপ্পায়নের ব্যবস্থা হওয়ায় রীতিমত খুশি নবীনবাবু এবং তার পরিবার।

তবে মধ্যাহ্নভোজের আগে অমিত শাহ জ্যোতিনগর নিউ আদর্শ পল্লীর হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মহাসঙ্ঘে উপস্থিত হবেন বলে খবর। যেখানে মতুয়াদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে অমিত শাহকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এবারের সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা বাঁকুড়ায় গিয়ে তিনি যেমন আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে মিলিত হবেন, ঠিক তেমনই মতুয়া সম্প্রদায়ের সঙ্গেও তার মিলিত হওয়ার এই কর্মসূচি রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, এক মতুয়া পরিবারের বাড়িতে তার আপ্যায়নের ব্যবস্থা হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে এবারের নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের ভোটকে পাখির চোখ করতে চলেছেন, তা কার্যত পরিষ্কার বিশেষজ্ঞদের কাছে। এদিন অমিত শাহের আপ্যায়নের প্রস্তুতি করতে করতেই সেই নবীন বিশ্বাস বলেন, “আমরা মতুয়া সম্প্রদায় ভুক্ত। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমার বাড়িতে আসছেন, এই আনন্দটা বলে বোঝাতে পারব না। কোনোদিন হয়ত স্বপ্ন দেখেছিলাম, রাজনৈতিক জগতের শীর্ষ কোনো ব্যক্তি আমার বাড়িতে পা দেবেন। সেটাই আজ বাস্তব রূপ নিচ্ছে।”

পর্যবেক্ষকরা বলছেন, অমিত শাহের এই সফরের মধ্য দিয়ে যেভাবে তিনি সাধারণ মানুষের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করছেন, তা বিজেপিকে অনেকটাই সামনের দিকে এগিয়ে দেবে। মতুয়া সম্প্রদায় থেকে শুরু করে আদিবাসী পরিবারের সাথে মিলিত হওয়া এবং মতুয়া পরিবারের বাড়িতে আপ্যায়নের বন্দোবস্ত করায় বিজেপির শীর্ষ নেতাকে কাছে পেয়ে খুশি অনেকেই। সব মিলিয়ে অমিত শাহের এবারের সফর কতটা কার্যকরী হয়, আগামীদিনে বিজেপি এর সুফল কতটা নিজেদের ঘরে তুলতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!