এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > পেগাসাস কান্ড নিয়ে এবার মোদী সরকারের বিরুদ্ধে একসুরে আওয়াজ তুলল কংগ্রেস ও তৃণমূল

পেগাসাস কান্ড নিয়ে এবার মোদী সরকারের বিরুদ্ধে একসুরে আওয়াজ তুলল কংগ্রেস ও তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সময় যত যাচ্ছে, ততই পেগাসাস কান্ড ঘিরে সুর চড়াচ্ছে বিরোধীরা। কার্যত বাদল অধিবেশনের শুরু থেকেই পেগাসাস কান্ড হাওয়া গরম করতে শুরু করেছে। তৃণমূলসহ অন্যান্য বিরোধী দল সংসদে হইচই ফেলে দিচ্ছেন নিত্যদিন। তাঁদের একটাই দাবি, পেগাসাস নিয়ে মোদি সরকারের বিবৃতি। বারংবার সাংসদের কাজ ব্যাহত হওয়ায় ইতিমধ্যেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি পেগাসাস কান্ডকে সামনে রেখে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সরকার এবং বিরোধী সাংসদদের নিয়ে বৈঠক করেন। আর সেখানেই মোদী সরকারের বিরুদ্ধে একসুরে প্রতিবাদ জানালেন কংগ্রেস ও তৃণমূল।

কিন্তু এই বৈঠকে কোন রাস্তাই বেরোয়নি বলেই জানা যাচ্ছে। বৃহস্পতিবারেও পেগাসাস কাণ্ড নিয়ে লোকসভা উত্তাল হয়ে ওঠে। কার্যত বিরোধীদের দাবি, পেগাসাস নিয়ে সরকার নিজেদের অবস্থান ব্যাখ্যা করুক আগে। একাধিক প্রশ্ন উঠেছে যেগুলির উত্তর দিক কেন্দ্রীয় সরকার। যার মধ্যে পেগাসাস সফটওয়্যার সরকার কিনেছিল কিনা তা সংসদে জানাতে হবে। পাশাপাশি যদি কিনে থাকে তাহলে কোন এজেন্সি থেকে কেনা হয়েছিল? কাদের ফোন হ্যাক করা হয়েছিল? ইত্যাদি যাবতীয় তথ্য সংসদের জানাতে হবে সরকারকে।

এই পরিস্থিতিতে লোকসভার অচলাবস্থা কাটাতে সাংসদদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। আর সেখানেই তিনি বিরোধীদের উদ্দেশ্যে জানিয়েছেন, অনেকেই সাংসদের নিয়মানুবর্তিতা মানছেনা। তাই এরকম চলতে থাকলে এবার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। লোকসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সুষ্ঠুভাবে অধিবেশন চালানোর কথা জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু পেগাসাস ইস্যুতে আলোচনা না হলে কোনমতেই অধিবেশন চলতে দেওয়া হবেনা বলে তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন লোকসভার তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কার্যত লোকসভার বিএসি কমিটির বৈঠকে সরকার এবং বিরোধীপক্ষের মধ্যে কোনো রফাসূত্র বেরোলনা। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি জানানো হয়েছে, পেগাসাস ইস্যুতে আলোচনা না হলে কোনমতেই সংসদ চালাতে দেওয়া হবেনা।

এদিন বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের তরফ থেকে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদি সরকারের বিরুদ্ধে বাইরে থেকে পেগাসাস নিয়ে যেমন সুর চড়িয়েছেন, ঠিক সেরকমই সংসদের ভেতরে তৃণমূল নেতারা একের পর এক অভিযোগ করে আসছেন পেগাসাস নিয়ে। এবার তৃণমূলের সাথে মিলে একই সুরে কথা বলছে কংগ্রেসও। সব মিলিয়ে মোদি সরকারের ওপর চাপ বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যেভাবে পেগাসাস নিয়ে এবার বিরোধীরা এককাট্টা হতে শুরু করেছে, তা এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!