এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ত্রিপুরায় বসে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উদ্গীরণ তৃণমূল নেতাদের, বাড়ছে চাপানউতোর

ত্রিপুরায় বসে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উদ্গীরণ তৃণমূল নেতাদের, বাড়ছে চাপানউতোর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনৈতিক মহলের একাংশের দাবি, ত্রিপুরার মাটিতে কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কার্যত বিভিন্ন রাজ্যের তৃণমূলের সংগঠন ছড়িয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ত্রিপুরার দিকেই প্রথম নজর দিয়েছে তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় সমীক্ষা চালাতে গিয়েছিলেন আইপ্যাকের কর্মীরা সম্প্রতি। কিন্তু সেখানে গিয়ে তাঁরা আগরতলা পুলিশের হাতে নজরবন্দী হন। তাঁরই প্রতিবাদে সরব হয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন রাজ্যের তৃণমূল নেতা নেত্রীরা।

ইতিমধ্যেই মমতা ব্যানার্জ্জীর নির্দেশে ত্রিপুরায় পৌঁছে গিয়েছেন এক ঝাঁক তৃণমূল নেতা নেত্রী। রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, ব্রাত্য বসু সহ অনেকেই। সূত্রের খবর, তৃণমূলের নেতারা যখন সাংবাদিক বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সেখানে পুলিশ আসে এবং করোনা সংক্রান্ত একাধিক প্রশ্ন করতে থাকে তৃণমূল নেতাদের। আর এই নিয়েই মলয় ঘটক অভিযোগ জানিয়েছেন, ত্রিপুরায় সাধারণ মানুষের ওপর অত্যাচার হচ্ছে। বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। আর এই কারণেই ত্রিপুরায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ইতিমধ্যেই তৃণমূলকে ভয় পেতে শুরু করেছে বিপ্লব দেবের সরকার। এদিন ডেরেক ও ব্রায়ান বিস্ফোরক অভিযোগ করে বলেন, ত্রিপুরায় আইপ্যাকের কর্মীদের আটক করার নির্দেশ এসেছিল দিল্লি থেকে। তিনি আরও বলেন, ত্রিপুরা শাসন করছে বিজেপি কিন্তু গুজরাট মডেলে। একইসাথে ডেরেক ও’ব্রায়েন পেগাসাস কাণ্ড নিয়ে সরব হন ত্রিপুরায়। তিনি বলেন, বাংলা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়িপাতা হয়েছিল। পেগাসাস নিয়ে আলোচনা আলোচনা করতে গেলে বিজেপি তাতে রাজি নয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার আইপ্যাকের কর্মীদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আটক করার বিষয়টি মোটেই ভাল চোখে দেখেনি তৃণমূল নেতৃত্ব।

শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা পৌঁছতে চলেছেন বলে জানিয়েছেন এদিন ডেরেক ও’ব্রায়েন। বিশেষজ্ঞদের মতে, 2023 এ বিধানসভা নির্বাচন ত্রিপুরায়। আর তার আগেই মাটি শক্ত করার কাজে লেগে পড়েছে তৃণমূল। দলের সাংগঠনিক সিদ্ধান্ত এবং কর্মসূচি বিষয়ক তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ত্রিপুরার জন্য একটি আলাদা টুইটার হ্যান্ডেল খোলা হয়েছে বলে আজকে সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ। সব মিলিয়ে ত্রিপুরায় এবার তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতোর বাড়ছে। এ রাজ্যের তৃণমূল নেতা মন্ত্রীরা ত্রিপুরায় বসে যেভাবে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন, তা যথেষ্ট উল্লেখযোগ্য বর্তমান পরিস্থিতিতে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!