এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আবারও একটি বড় দায়িত্ব বদল রাজ্যে, আমলার হাত থেকে দায়িত্ব এল তৃণমূল নেতা তথা মন্ত্রীর হাতে

আবারও একটি বড় দায়িত্ব বদল রাজ্যে, আমলার হাত থেকে দায়িত্ব এল তৃণমূল নেতা তথা মন্ত্রীর হাতে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে আবারও প্রশাসনিক মহলে একটি বড় বদল ঘটে গেল। কিন্তু এই বদল ঘিরেই শুরু হয়েছে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে। কার্যত এতদিন ধরে হিডকোর চেয়ারম্যান পদ সামলাচ্ছিলেন যিনি, সেই প্রাক্তন আমলা দেবাশীষ সেনকে সরিয়ে দেওয়া হলো। তাঁর জায়গায় এসেছেন রাজ্যের পরিবহণ ও আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রসঙ্গত দীর্ঘদিন পরে হিডকোর চেয়ারম্যান চেয়ারম্যান পদে একজন মন্ত্রী স্থানীয় ব্যক্তি এসেছেন।

বাম জমানায় অবশ্য আবাসনমন্ত্রী গৌতম দেবকে হিডকোর চেয়ারম্যান করা হয়েছিল। দীর্ঘদিন তিনি দায়িত্ব পালন করেছেন। বাম জমানায় রাজারহাট-নিউটাউন উপনগরী করার সময় তৎকালীন আবাসনমন্ত্রী গৌতম দেবের তৎপরতায় তৈরি হয়েছিল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ হিডকো। গত কয়েক বছর ধরে রাজারহাট-নিউটাউনে একাধিক আবাসন তৈরির পাশাপাশি ইকোপার্ক, বিশ্ব বাংলা গেট, নজরুল তীর্থ এবং রবীন্দ্রতীর্থর পাশাপাশি আরো বেশ কয়েকটি দর্শনীয় পর্যটন কেন্দ্র হিডকোর তত্ত্বাবধানে গড়ে ওঠে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরবর্তীতে এই হিডকোর দায়িত্বে আসেন প্রাক্তন আমলা দেবাশিস সেন। রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে গত 31 জানুয়ারি অবসর নিয়েছিলেন আমলা দেবাশিস সেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দক্ষ আমলাকে ছেড়ে দিতে চাননি। তাই অবসরের পর রাজ্যের অন্যতম দক্ষ আমলার হাতে তিনি দায়িত্ব দেন হিডকোর। গত বছরের 22 শে জানুয়ারি তাঁকে দু’বছরের জন্য হিডকোর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়।

কিন্তু সেই মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দেবাশিষ সেনকে তড়িঘড়ি সরিয়ে দেওয়া হলো। নিয়ে আসা হল ফিরহাদ হাকিমকে। হঠাৎ করে কেন দেবাশিষ সেনের মতো দক্ষ ব্যক্তিকে সরিয়ে দেওয়া হলো তা নিয়ে এখনো পর্যন্ত বিশেষ কিছু জানা যায়নি। তবে এই ঘটনা একাধিক জল্পনার জন্ম দিয়েছে। পাশাপাশি ফিরহাদ হাকিমের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছু জানা যায়নি। একইরকমভাবে দেবাশিষ সেনের সঙ্গেও যোগাযোগ করা যায়নি। সবমিলিয়ে ঘটনার পেছনে আসল কারণ অনুসন্ধান করতে এই মুহূর্তে তৎপর ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!