এখন পড়ছেন
হোম > জাতীয় > নির্বাচিত রাজ্য সরকারকে ফেলার চেষ্টা? ‘দেশদ্রোহিতার’ মামলায় ফাঁসবেন বিজেপি রাজ্য সভাপতি?

নির্বাচিত রাজ্য সরকারকে ফেলার চেষ্টা? ‘দেশদ্রোহিতার’ মামলায় ফাঁসবেন বিজেপি রাজ্য সভাপতি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত দু’বছরে বেশকিছু বিজেপি শাসিত রাজ্য হাতছাড়া হয় বিজেপির। এই রাজ্যগুলিতে কংগ্রেস একক বা যৌথভাবে ক্ষমতা দখল করে। তবে, বিজেপি সেখানেই থেমে থাকে নি, তারাও রাজ্যগুলি পুনর্দখলে সচেষ্ট হয়। কংগ্রেস দলে বা সরকারে আভ্যন্তরীণ ফাটল ধরিয়ে মধ্যপ্রদেশ ও কর্ণাটক দখল করে বিজেপি। রাজস্থান দখল করারও চেষ্টা হয়েছিল, কিন্তু তা ফলপ্রসূ হয়নি। মাঝে শোনা গিয়েছিল মহারাষ্ট্র দখলেও উদ্যোগ নেবে বিজেপি। কিন্তু সম্প্রতি বিজেপি ঝাড়খন্ড রাজ্য পুনর্দখলের দিকে এগোচ্ছে।

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে ঝাড়খণ্ডের বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ দীপক প্রকাশ জানিয়েছেন যে, আগামী কয়েক মাসের মধ্যেই ঝাড়খন্ড দখল করে, সেখানে সরকার গঠন করবে বিজেপি। তাঁর এই মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে ঝাড়খন্ডের দুমকা থানায় দেশদ্রোহিতার মামলা করলেন কংগ্রেসের দুমকা জেলা সভাপতি শ্যামল কিশোর সিং। তিনি অভিযোগ করেছেন যে, গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে বিজেপি। তাঁর এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেল ঝাড়খন্ড জুড়ে।

প্রসঙ্গত ঝাড়খন্ডে সামনেই রয়েছে তিনটি বিধানসভা আসনের উপনির্বাচন। উপ নির্বাচনের প্রস্তুতি চলছে পুরোদমে। এই আবহে গত শুক্রবার এক সাংবাদিক বৈঠকে ঝাড়খণ্ড বিজেপি সভাপতি দীপক প্রকাশ জানালেন যে, আগামী কয়েক মাসের মধ্যেই ঝাড়খন্ডে সরকার গঠন করতে চলেছে গেরুয়া শিবির। এরপর গত শনিবার বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে দুমকা জেলা কংগ্রেস সভাপতি সভাপতি শ্যামল কুমার সিং দুমকা থানার পুলিশের কাছে তাঁর নামে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের করলেন।

তিনি অভিযোগ করেছেন, বিজেপির রাজ্য সভাপতি দীপক প্রকাশ নির্বাচিত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস, আরজেডির জোট সরকারকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত চালাচ্ছে। এ কারণেই তাঁর নামে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে।এই অভিযোগ প্রসঙ্গে দুমকা থানার পুলিশ সুপার অম্বর লাকরা জানালেন যে, নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার চক্রান্তের অভিযোগ রয়েছে বিজেপির রাজ্যসভাপতির বিরুদ্ধে।

অভিযোগ করেছেন দুমকা জেলা কংগ্রেস সভাপতি শ্যামল কুমার সিং।এই অভিযোগ নথিভুক্ত করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ১২৪এ, ১২০বি, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। সাংসদ দীপক প্রকাশের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। এর সঙ্গে সঙ্গেই এই ঘটনার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হয়েছে। এই ঘটনায় যদি তিনি দোষী বলে প্রমাণিত হন, তবে কড়া শাস্তির সম্মুখীন হবেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এভাবে তাঁর নামে দেশদ্রোহিতার অভিযোগ আনা হলেও, এতে একেবারেই ভীত হতে দেখা গেলনা ঝাড়খণ্ডের বিজেপি সভাপতি দীপক প্রকাশকে। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে তিনি জানালেন যে, তিনি গ্রেফতার হওয়ার জন্য প্রস্তুত আছেন। সরকারের যদি সাহস থাকে তাহলে তাঁকে গ্রেফতার করে দেখাক। তিনি দাবি করেছেন যে, ঝাড়খন্ডে আগামী তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে পরাস্ত হবে জোট সরকার। যা সকলেরই জানা। তাই প্রতিশোধ নিতেই তাঁর বিরুদ্ধে এমন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, তাঁর সাংবাদিক বৈঠকের বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকত, তবে তাঁরা নির্বাচন কমিশনের কাছে যেতে পারতেন। কিন্তু তার বদলে তাঁরা থানায় গিয়ে তাঁর নামে দেশদ্রোহিতার মামলা করেছেন।এভাবেই, উপনির্বাচনের প্রাক্কালে ঝাড়খণ্ডের নির্বাচিত সরকারকে ফেলে দেবার ঘোষণার অপরাধে রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হলো দুমকা থানায়। এরপর আগামী উপনির্বাচনে ঝাড়খণ্ডে কি ঘটতে চলেছে সেদিকেই দৃষ্টি সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!