এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে যোগ দিলেন দলের হেভিওয়েট বিধায়ক, কি বক্তব্য গেরুয়া শিবিরের?

তৃণমূলে যোগ দিলেন দলের হেভিওয়েট বিধায়ক, কি বক্তব্য গেরুয়া শিবিরের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই তৃণমূলে সপুত্র প্রত্যাবর্তন করেন মুকুল রায়। এর পর আজ আবার বিজেপিতে বড়সড় ভাঙ্গন দেখা দিল। আজ বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে। ব্রাত্য বসুর নেতৃত্বে তৃণমূলে যোগদান করলেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন তিনি। মন্ত্রী ব্রাত্য বসু জানান, আগামী দিনে আরো কয়েকজন বিজেপি বিধায়ক যোগদান করবেন তৃণমূলে

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি বিধায়ক তন্ময় ঘোষের তৃণমূলে যোগদান করার পর এ বিষয়ে বক্তব্য রাখলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ফেসবুক লাইভে এসে তিনি জানালেন যে, তন্ময় ঘোষের যদি সৎ সাহস থাকে, তবে বিজেপির বিধায়ক পদ ছেড়ে দিয়ে আবার নির্বাচনে লড়াই করার সাহস দেখান তিনি। প্রসঙ্গত, একসময় সৌমিত্র খাঁর নেতৃত্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন তন্ময় ঘোষ। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের মাত্র ১২ ঘন্টা আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তাঁকে প্রার্থী করা হয়েছিল বিজেপি থেকে। জয়লাভের পর বিধায়ক হয়েছিলেন তিনি।

তাঁর তৃণমূলে প্রত্যাবর্তনের পর ফেসবুক লাইভে সৌমিত্র খাঁ জানিয়েছেন যে, হয়তো তাঁর ভুল ছিল। তিনি রাত বারোটার সময় তাঁকে বিজেপিতে যোগদান করেছিলেন। এরপর বিজেপির থেকে তাঁকে টিকিট পাইয়ে দেবার ব্যবস্থাও করেছিলেন তিনি। তিনি জানালেন, তন্ময় ঘোষকে ভোট কেউ দেননি। বিষ্ণুপুরের মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন। সেই ভোটে জিতে বিধায়ক হয়েছেন তিনি। তাঁর যদি সৎ সাহস থাকে, তবে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলের টিকিটে লড়াই করে দেখান। তিনি অভিযোগ করেছেন, নিজের ১০০ কোটি টাকার সম্পত্তি বাঁচাতেই তৃণমূলে যোগদান করেছেন তিনি। বিষ্ণুপুরের মানুষের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। এভাবেই দলত্যাগী বিধায়কের প্রতি ক্ষোভ উগরে দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!