এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটে গিয়ে থাকলেও নীরব মমতা! পেছনে রয়েছে এই কারণ! জেনে নিন!

ভোটে গিয়ে থাকলেও নীরব মমতা! পেছনে রয়েছে এই কারণ! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভবানীপুর উপনির্বাচনের ফলাফলের দিকে নজর রয়েছে সকলের। ইতিমধ্যেই গণনা পর্ব শুরু হয়ে গিয়েছে। আর প্রথম থেকেই এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জয়লাভ শুধু সময়ের অপেক্ষা। তবে এই পরিস্থিতিতে মার্জিন কত হবে, তা নিয়ে নানা মহলে চর্চা চলছে।

আর তার মাঝেই সেভাবে বিশেষ কোনো বার্তা বা সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেখা যাচ্ছে না ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন তিনি সম্পূর্ণরূপে নীরব, তা নিয়ে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে‌। আর তার মাঝেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়ে আসল কারণ ফাঁস করলেন তার অত্যন্ত ঘনিষ্ঠ তথা রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে কিনা, তা নিয়ে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয়। আর তার পরিপ্রেক্ষিতেই তিনি বলেন, “গণনার সময় খুব একটা মমতা দিদি কারও সঙ্গে কথা বলেন না। তাই তার সঙ্গে কথা হয়নি।” বস্তুত, এর আগেও তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করলেও, সেভাবে ভোট গণনার সময় প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে একেবারে গণনা পর্ব সম্পন্ন হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। এবারের নির্বাচনেও গননার সময় এখনও পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি তাকে। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতার কারণ জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!